weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৩৮% , বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অভিমানে বিদ্যুতের তারে শুয়ে পড়লেন তিনি

প্রকাশ : ০৪-০১-২০২৫ ১২:২০

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
মায়ের কাছে অর্থ দাবি করেছিলেন কে ভেনকান্না। কিন্তু তা দেননি মা। ফলে অভিমান করে বিদ্যুতের খুটি বেয়ে তারে উঠে যান ভেনকান্না। তখন তিনি মাতাল ছিলেন। ধারণা করা হচ্ছে মাদকের জন্যই অর্থ চেয়েছিলেন তিনি।

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মান্যায়ম জেলায় গত মঙ্গলবারের ঘটনা এটি। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে ঝুলন্ত তারের উপর এক ব্যক্তি শুয়ে আছেন। কোনো দিকে তার মনোযোগ নেই। 

এভাবে তার শুয়ে থাকা দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্যরা। ওই ব্যক্তিকে বিদ্যুতের তারের উপর এভাবে শুয়ে থাকতে দেখে উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। স্থানীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, পথচারীরা প্রথমে ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে উঠতে দেখেন। 

তখন অনেকে তাকে খুঁটি থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। উপস্থিত মানুষের বারবার অনুরোধ সত্ত্বেও ওই ব্যক্তি খুঁটি বেয়ে উপরে উঠতে থাকেন। খুঁটির একেবারে শীর্ষে ওঠে তিনি কিছুক্ষণ বসে থাকেন। এরপরই তিনি বিদ্যুতের তারের উপর শুয়ে পড়েন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তি যখন বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে ওঠেন, তখন তিনি মাতাল ছিলেন। ফলে তারের উপর শুয়ে পড়ার পর তিনি নড়াচড়া করছিলেন না। পরিস্থিতি দেখে ওই ব্যক্তির জীবন বাঁচাতে স্থানীয় বাসিন্দারা দ্রুত লাইনে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেন।

বিদ্যুৎ সঞ্চালন চালু থাকলে হয়তো ওই ব্যক্তির ভাগ্যে ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেত। উদ্বেগ–উৎকণ্ঠার সঙ্গে কিছু সময় অপেক্ষার পর ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন বছরের প্রাক্কালে ভেনকান্না মায়ের কাছ থেকে অর্থ চেয়েছিলেন।

কিন্তু তার মা তাকে কোনো অর্থ দিতে রাজি হননি। মায়ের ধারণা ছিল, ছেলেকে অর্থ দিলে তিনি মাদক কিনবেন। অর্থ না দেওয়ায় তিনি রাগ করে খুঁটি বেয়ে উঠে তারের উপর শুয়ে পড়েন। তখনো তিনি মাতাল ছিলেন।

পুলিশ বলছে, অনেক অনুরোধ করার পর ভেনকান্না নিচে নেমে এসেছেন। ওই ঘটনায় পুলিশ মামলা করেছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ