weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বন্য প্রাণীর মাংস ভক্ষণ

আইনি জটিলতায় ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী

প্রকাশ : ০২-০৫-২০২৫ ১৩:২০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
সালমান খানের বিরুদ্ধে ১৯৯৯ সালে জোধপুরে একটি ছবির শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। দীর্ঘ দিন আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয় অভিনেতাকে। 

এবার সেই তালিকায় নাম লেখালেন ‘লাপাতা লেডিজ়’ খ্যাত অভিনেত্রী ছায়া কদম। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই দাবি করেছেন ইগুয়ানা, হরিণ ও কচ্ছপের মাংস খেয়েছেন তিনি।  

মারাঠি এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, অতীতে তিনি একাধিক বিলুপ্তপ্রায় ও সুরক্ষিত বন্যপ্রাণীর মাংস খেয়েছেন। তার খাওয়া প্রাণীগুলোর তালিকায় রয়েছে ইগুয়ানা, মাউস ডিয়ার (এক ধরনের বনহরিণ), গুইসাপ, বন্য শূকর, খরগোশ ও সজারু। ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে এই প্রাণীগুলোর শিকার বা মাংস খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের বন বিভাগ ছায়া কদমকে আইনি নোটিশ পাঠিয়েছে। বন বিভাগ জানিয়েছে, মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরই তারা পদক্ষেপ নেয়। বন বিভাগ আরো জানিয়েছে, শুধু অভিনেত্রী নন, এই ঘটনার পেছনে থাকা চোরাশিকারি ও এসব প্রাণীর মাংস সরবরাহকারীদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। 

তদন্তকারীদের একটি দল ছায়া কদমের সঙ্গে যোগাযোগ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি পেশাগত কাজে শহরের বাইরে রয়েছেন। ফিরেই তিনি আইনি নোটিশের জবাব দেবেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি