weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশ : ২৭-০৫-২০২৫ ১৮:৩৫

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
আগামীকাল বুধবার (২৮ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন। 

প্রধান উপদেষ্টার সফরে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হবে। সোমবার (২৬ মে) ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক নূর এ আলম। 

রুহুল আলম সিদ্দিকী জানান, ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৩০তম নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন। প্রধান উপদেষ্টা আগামী ২৮ মে ভোরে একটি ফ্লাইটে ঢাকা থেকে হংকং হয়ে টোকিওর উদ্দেশে রওনা দেবেন। প্রধান উপদেষ্টা ২৮ মে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে জাপানের রাষ্ট্রাচার প্রধান এবং জাপান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন।  

বিকালে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করবেন।  পরে প্রধান উপদেষ্টা তার সম্মানে নিপ্পন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আয়োজিত একটি নৈশভোজে অংশ নেবেন, যেখানে জাপানের রাজনৈতিক এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। নৈশভোজ শেষে জাপানের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে প্রধান উপদেষ্টা একটি বৈঠক করবেন। 

ভারপ্রাপ্ত সচিব জানান, ২৯ মে নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। নিক্কেই ফোরামের মহাসচিব ছাড়াও লাওস ও পালাউয়ের রাষ্ট্রপতি, জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, নীতিনির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা সম্মেলনে যোগ দেবেন। 

প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাস, টোকিও কর্তৃক আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশ নেবেন এবং বিশেষ বক্তৃতা দেবেন। অদূর ভবিষ্যতে জাপানের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ কীভাবে আরও দক্ষ জনশক্তি পাঠানো যেতে পারে, সে  বিষয়ে সেমিনারে আলোকপাত করা হবে। তিন শতাধিক অংশগ্রহণকারী এই সেমিনারে উপস্থিত থাকবেন। 

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান,৩০ মে সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।  বৈঠকের আগে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হবে। বৈঠকে দুই দেশের কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন ও সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। 

জাপান সফরে সোকা ইউনিভার্সিটি প্রধান উপদেষ্টাকে একটি সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দেবে। সেখানে তিনি উপস্থিত সুধীদের উদ্দেশে বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টার এই সফরকালে দুদেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত খাতে সহযোগিতাবিষয়ক কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।  এছাড়া বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণে এক্সচেঞ্জ অব নোটস সই হবে বলে আশা করা। প্রধান উপদেষ্টা চার দিনের জাপান সফর শেষে আগামী ৩১ মে ঢাকা ফিরবেন।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের গর্বিত অংশীদার ‘বাংলাদেশ পুলিশ’ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের গর্বিত অংশীদার ‘বাংলাদেশ পুলিশ’ অনলাইনে ইলিশ বিক্রির নামে অভিনব প্রতারণা, চক্রের ৮ সদস্য আটক অনলাইনে ইলিশ বিক্রির নামে অভিনব প্রতারণা, চক্রের ৮ সদস্য আটক সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৮২ জনকে ঠেলে দিল বিএসএফ সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৮২ জনকে ঠেলে দিল বিএসএফ আন্দোলনে অবরুদ্ধ নগরভবন, থমকে আছে সেবা আন্দোলনে অবরুদ্ধ নগরভবন, থমকে আছে সেবা চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা