weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠক

প্রকাশ : ২৩-০৬-২০২৫ ১২:০৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এ যুদ্ধে এতদিন আড়াল থেকে ইন্ধন দিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ শনিবার গভীর রাতে ইরানের তিনটি পারমাণিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করল যুক্তরাষ্ট্র। ফলে মধ্যপ্রাচ্য এখন অস্থির। এমন পরিস্থিতিতে আজ সোমবার (২৩ জুন) জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক এই সংস্থা জানিয়েছে, ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার পরিমাণ বাড়েনি।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার তদন্ত দাবি করে আইএইএকে চিঠি দিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলাম। দেশটির এসএনএন নিউজ নেটওয়ার্কের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

এসএনএন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসিকে চিঠি লিখেছেন মোহাম্মদ ইসলাম। তিনি মার্কিন পদক্ষেপের নিন্দা জানাতে এবং কার্যকর ব্যবস্থা নিতে আইএইএর প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি রাফায়েল গ্রোসির 'নিষ্ক্রিয়তা এবং দুষ্কর্মে সহায়তার' জন্য সমালোচনা করেন। বলেন, ইরানের পক্ষ থেকে 'যথাযথ আইনি ব্যবস্থা' নেওয়া হবে।

চিঠিতে বলা হয়েছে, 'আন্তর্জাতিক আইন ও বিধিমালা, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) চরম লঙ্ঘনের প্রতিবাদ জানাচ্ছে এই চিঠি।'

এর আগে মার্কিন বিমান হামলার জেরে আইএইএর ৩৫ সদস্যের বোর্ড অব গভর্নরসের জরুরি বৈঠক ডাকার কথা জানিয়েছিলেন গ্রোসি।

মার্কিন হামলার নিন্দা জানাতে আহ্বানও জানিয়েছে তেহরান। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার বৈঠকে বসবে আইএইএ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই