weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আদানির বিদ্যুৎ চুক্তিতে ৪০ কোটি ডলার কর ফাঁকি : অনুসন্ধানে পিডিবি-এনবিআরে দুদকের চিঠি

প্রকাশ : ৩০-০৪-২০২৫ ১৬:৫৯

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে সাড়ে চার হাজার কোটি টাকার কর ফাঁকির অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।  

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, সাবেক মুখ্যসচিব আহমদ কায়কাউস চুক্তির সময় বিদ্যুৎ ও জ্বালানি সচিব ছিলেন। এনবিআরকে পাস কাটিয়ে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য সংগ্রহ করছেন। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ হলে বিস্তারিত বলা জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

কমিশনের দুদকের উপপরিচালক রেজাউল করিম জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে প্রয়োজনীয় নথি তলব করে চিঠি পাঠিয়েছেন। দুদকের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে চিঠিগুলো ইতোমধ্যে পাঠানো হয়েছে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই