weather ২৯.২৬ o সে. আদ্রতা ৬৯% , শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আনচেলত্তিকে নিয়োগের পর পদচ্যুত ব্রাজিলের ফুটবল প্রধান

প্রকাশ : ১৬-০৫-২০২৫ ১১:১৫

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজকে পদচ্যুত করেছেন রিও ডি জেনেইরোর একটি আদালত। একইসঙ্গে সহ-সভাপতি ফার্নান্দো সার্নেকে অন্তর্বর্তীকালীন সভাপতি করে দ্রুত সময়ের মধ্যে সিবিএফের নতুন নির্বাচনের আদেশ দিয়েছেন। যদিও রদ্রিগেজ তার পদ ফিরে পেতে আপিল করেছেন দেশটির সুপ্রিম কোর্টে।

বৃহস্পতিবার (১৫ মে) এক আদেশে রদ্রিগেজকে তার দায়িত্ব থেকে অপসারণের কথা জানান রিও ডি জেনেইরোর প্রাদেশিক আদালত। সিবিএফের এই সভাপতিকে এমন সময়ে সরিয়ে দেওয়া হলো, যার মাত্র তিনদিন আগে তিনি জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে উভয়পক্ষ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে। 

গত মার্চে এডনালদো রদ্রিগেজ পুনঃনির্বাচিত হয়ে ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিল ফুটবলের প্রধান পদে আসীন হয়েছিলেন। কিন্তু বিচারক গ্যাব্রিয়েল ডি ওলিভিয়েরা জেফিরো’স তার জায়গায় সাময়িক সময়ের জন্য বসিয়েছেন সহ-সভাপতি সার্নেকে। এর আগে তিনিই মূলত স্বাক্ষর জালিয়াতির অভিযোগে এডনালদোকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন আদালতে। সেই আবেদনেই আদালতের রায় পক্ষে পেলেন এই ব্রাজিলিয়ান ক্রীড়া সংগঠক।

আদালতের আদেশে সাময়িক সময়ের জন্য ব্রাজিল ফুটবলের প্রধান হওয়া সার্নে এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি নতুন নির্বাচন আয়োজনের কাজ শুরু করতে যাচ্ছেন। সিবিএফের সকার কমিটিতে দীর্ঘ সময় ধরেই সহ-সভাপতি পদে আছেন সার্নে। নতুন করে সভাপতি পদে দায়িত্ব পেলেও সব ধরনের ক্রীড়া কার্যক্রম ও চুক্তি বহাল থাকবে বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া ইতোমধ্যেই আনচেলত্তির চুক্তি বৈধ বলে নিশ্চিত করেছে সিবিএফ। যাতে সম্মতি দিয়েছে কোচ এবং সিবিএফ উভয়পক্ষ। সার্নে গ্লোবো টিভিকে জানিয়েছেন, তিনি আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তির বিষয়ে স্পর্শ করবেন না।

সিবিএফের অন্তর্বর্তীকালীন সভাপতি সার্নে আরো জানান, ‘সকার তার গতিতেই চলবে, আমি বরং ক্ষণস্থায়ী (দায়িত্বে আছি)। আমার লক্ষ্য যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা। আমাদের বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, আদালতে আর কোনো লড়াই দেখতে চাই না।’ এ নিয়ে আদালতের আদেশে দ্বিতীয়বার সিবিএফ সভাপতির দায়িত্ব থেকে অপসৃত হলেন রদ্রিগেজ। ২০২৩ সালের ডিসেম্বরেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সময়ও তিনি জাতীয় দলের দায়িত্বে আনচেলত্তিকে আনা নিয়ে তোড়জোড় চালাচ্ছিলেন। পরে সুপ্রিম কোর্ট সেই আদেশ প্রত্যাহার করে নেন।

আদালতের রায়ে বলা হয়, সার্নে তার আবেদনে ৮৬ বছর বয়সী সিবিএফের সাবেক প্রধান অ্যান্তনিও কার্লোস নুনেসের সঙ্গে এডনালদোর চুক্তি করার বিষয়টি সামনে এনেছে। যাতে সম্মতি দেওয়ার মতো মানসিকভাবে ফিট নন অ্যান্তনিও। তার মানসিক অবস্থা মূল্যায়ন সাপেক্ষে সোমবার শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। 

কিন্তু সিবিএফের পক্ষ থেকে আনচেলত্তিকে ব্রাজিলের কোচ ঘোষণার কয়েক ঘণ্টা পরই সেই শুনানি স্থগিত করা হয়। বিচারক জেফিরো রায়ে বলেছেন, ‘অ্যান্তনিও নুনেসের মানসিক স্থিতাবস্থা নিয়ে ২০১৮ সাল থেকে দ্বিধা রয়েছে, ওই সময় তার ব্রেইন ক্যানসার ধরা পড়ে।’ এ নিয়ে এখনও সিবিএফ কোনো মন্তব্য করেনি বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থা এপি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সীমান্তে রাতে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির টহল জোরদার সীমান্তে রাতে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির টহল জোরদার নাকবা দিবসে ইসরায়েলের হামলায় ১১৫ ফিলিস্তিনি নিহত নাকবা দিবসে ইসরায়েলের হামলায় ১১৫ ফিলিস্তিনি নিহত শেয়ার বাজারে দরপতন, ডিএসই’র সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে শেয়ার বাজারে দরপতন, ডিএসই’র সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো সকাল ১০টায় সমাবেশ, জুমার পর গণ-অনশন করবেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা সকাল ১০টায় সমাবেশ, জুমার পর গণ-অনশন করবেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা