weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আনচেলত্তির প্রথম ম্যাচে ব্রাজিল একাদশে যারা থাকছেন

প্রকাশ : ২৮-০৫-২০২৫ ১২:১৮

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল জাতীয় দল নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। এরই মধ্যে আসন্ন আন্তর্জাতিক ম্যাচ ও প্রতিযোগিতার জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ইতালিয়ান এই অভিজ্ঞ কোচ। 

তবে ঘোষিত এই দলে নেই ব্রাজিলের দুই বড় তারকা নেইমার জুনিয়র ও রদ্রিগো। দুজনেই চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। ফলে আনচেলত্তিকে তার পরিকল্পনা সাজাতে হচ্ছে কিছুটা ভিন্নভাবে।

এবার এই ঘোষিত দল থেকেই সম্ভাব্য সেরা একাদশ তৈরি করতে হবে আনচেলত্তিকে। ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ সম্ভাব্য একাদশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বিশ্লেষণ করেছে প্রতিটি পজিশনে কে থাকছেন, কাদের পরিবর্তে কাদের সুযোগ মিলতে পারে, আর কেমন হতে পারে আনচেলত্তির প্রথম ম্যাচের পরিকল্পনা।

গোলরক্ষক পজিশন: গোলপোস্টের নিচে আলিসন বেকারের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই অভিজ্ঞ গোলরক্ষক কোচের প্রথম পছন্দ হওয়ার জন্য স্বাভাবিকভাবেই এগিয়ে রয়েছেন। স্কোয়াডে থাকা আরেক অভিজ্ঞ গোলরক্ষক এদেরসনও প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে আলিসনকেই এগিয়ে রাখছে সবাই।

রক্ষণভাগ: ডিফেন্সে এবার মারকিনিওস থাকছেন মূল ভরসা হিসেবে। পিএসজির এই ডিফেন্ডার দারুণ ছন্দে রয়েছেন। ঘরোয়া ডাবল জয়ের পর এখন চ্যাম্পিয়নস লিগ শিরোপার দিকেও তাকিয়ে আছেন তিনি। তার সঙ্গী হতে পারেন ক্লাব সতীর্থ লুকাস বেরালদো। এ ছাড়া শুরুর একাদশে সুযোগ পেতে পারেন ফ্ল্যামেঙ্গোর উদীয়মান প্রতিভা লুইস ওরতিজ।

ফুলব্যাক পজিশনে ডান পাশে দেখা যেতে পারে মোনাকোর ভ্যান্ডারসনকে। আর বাম পাশে আনচেলত্তির পছন্দ হতে পারেন ইন্টার মিলানের হয়ে দারুণ পারফর্ম করা কার্লোস আগুস্তো। তবে ভ্যান্ডারসনের বিকল্প হিসেবে ফ্ল্যামেঙ্গোর ওয়েসলিকেও বিবেচনায় রাখা হচ্ছে।

মাঝমাঠ: দীর্ঘদিন পর ব্রাজিল দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের অভিজ্ঞতায় এখনো আস্থা রাখছেন কোচ। কাসেমিরোর সঙ্গে মিডফিল্ডে দেখা যেতে পারে নিউক্যাসল ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো গিমারাইসকে। রাফিনিয়া নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না, ফলে তার পরিবর্তে আনচেলত্তিকে নতুন করে চিন্তা করতে হচ্ছে।

আক্রমণভাগ: ব্রাজিলের আক্রমণভাগের মূল ভরসা হতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই উইঙ্গারকে সামনে রেখে সাজানো হচ্ছে পুরো আক্রমণভাগ। তার সঙ্গে থাকতে পারেন রিয়াল বেতিসে দারুণ ফর্মে থাকা আন্তনি। আর সেন্টার ফরোয়ার্ড হিসেবে দেখা যেতে পারে টটেনহামের রিচার্লিসনকে।

যদিও রিচার্লিসন নিয়মিত সেন্টার ফরোয়ার্ড হিসেবে পরিচিত নন, তারপরও তার অভিজ্ঞতা ও প্রতিভা আনচেলত্তির আস্থার জায়গা হতে পারে। তার বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছেন মাতেউস কুনিয়া। দুজনই মাঝেমধ্যে এই পজিশনে খেলেছেন এবং জানেন কীভাবে দায়িত্ব পালন করতে হয়।

আনচেলত্তির প্রথম ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন (গোলরক্ষক), মারকিনিওস, লুকাস বেরালদো, লুইস ওরতিজ, কার্লোস আগুস্তো, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, গারসন, ভিনিসিয়ুস, আন্তনি ও রিচার্লিসন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪