weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবার প্রথম দুই বলে দুই ওপেনার আউট

প্রকাশ : ০৭-০৯-২০২৫ ১৭:০৫

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
ইনিংসের প্রথম দুই বলে দুই ব্যাটার আউট হতেই পারেন। কিন্তু প্রথম দুই বলে দুই ওপেনারের আউট কীভাবে সম্ভব? যেহেতু তাদের একজন স্ট্রাইকপ্রান্তে ও অন্যজন নন-স্ট্রাইকপ্রান্তে পজিশন নেন।

ইনিংসের প্রথম দুই বলে দুই ওপেনারের আউট হওয়ার ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ড ও কানাডার মধ্যকার ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচে। কানাডার ম্যাপল লিফ গ্রাউন্ডে দুদল গত ৩১ আগস্ট মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ব্রাড কুরির প্রথম দুই বলে কানাডার দুই ওপেনার আলী নাদিম ও যুবরাজ সামরা সাজঘরে ফেরেন। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।

কীভাবে ঘটল বিরল ওই ঘটনা? কুরির করা প্রথম বলে ফার্স্ট স্লিপে ক্যাচ তুলেছিলেন আলী নাদিম। লুফে নিতে মার্ক ওয়ার্ট কোনো ভুল করেননি। ওয়ানডাউনে নামেন পরগত সিং। পরগত পরের বলেই স্ট্রেটে সজোরে বল পাঠিয়েছিলেন। নন-স্ট্রাইকের যুবরাজ ক্রিজ ছেড়ে বেরিয়ে আসলে বল কুরির গায়ে লেগে চলে যায় স্টাম্পে, লেখা হয় প্রথম দুই বলে দুই ওপেনার আউট হওয়ার প্রথম নজির।

ইতিহাস লেখার এই ম্যাচে একটা পর্যায়ে ৩২ রানে ৬ উইকেট হারিয়েছিল ফেলেছিল কানাডা। কিন্তু শ্রেয়াস মোভার লড়াই ও লোয়ারঅর্ডারের ব্যাটারদের সহায়তায় ৪৮.১ ওভারে ১৮৪ রান করতে সক্ষম হয় তারা। মোভা ১১০ বলে ৬০, সাদ বিন জাফর ২৯, জাসকারান সিং ৩২, কালেম সানা ১৬ ও শহিদ আমদজাই ১০ রান করেন। ব্রড কুরি নেন ৪ উইকেট।

জবাবে ৪১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। র্জ মুনসি ৮৪, রিজি বেরিংটন ৫৪, টম ব্রুস ১১ ও চারর্লি টিয়ার ১০ রানের ইনিংস খেলেন। সানা নেন ২ উইকেট। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই