weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের সঙ্গে বড় পরিসরে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

প্রকাশ : ২৬-১০-২০২৫ ১১:২৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে বড় পরিসরে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

দুই দেশের মধ্যে কীভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি করা যায় তা নিয়ে শনিবার (২৫ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনা রবিবার (২৬ অক্টোবর) পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

তার মধ্যেই শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ বলেছেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায়, কিন্তু চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলেই যুদ্ধ শুরু হবে।

এর আগে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রাণঘাতী এক সংঘাতের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় উভয়ের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছিল। সীমান্তে পাল্টাপাল্টি ওই সংঘাতে বহু মানুষ নিহত ও আরো কয়েকশ আহত হন।

আমাদের কাছে বিকল্প আছে, কোনো চুক্তি না হলে, তাদের সঙ্গে আমাদের বিস্তৃত যুদ্ধ হবে, পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় শহর শিয়ালকোটে এমনটি বলেছেন আসিফ। তিনি বলেন, কিন্তু আমি দেখছি যে তারা শান্তি চায়। 

ইস্তাম্বুল থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, তুরস্কে দুই পক্ষের মধ্যে প্রায়োগিত স্তরের আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, এই আলোচনার মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি স্থায়ী সমাধান আসবে।

এই আলোচনায় আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব। পাকিস্তান তাদের প্রতিনিধি দলের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

গত রবিবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর থেকে তা এখন পর্যন্ত বলবৎ আছে।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দুই হাজার ৬০০ কিলোমিটারের বেশি দীর্ঘ বিতর্কিত সীমান্ত আছে যা ডুরান্ড লাইন নামে পরিচিত। এই সীমান্ত স্বীকার করে না আফগানিস্তান। এই নিয়ে দুই দেশের মধ্যে প্রায়ই ছোটখাটো সীমান্ত সংঘাত বেঁধে যায়।

সেইসঙ্গে পাকিস্তানের অভিযোগ, জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে বিভিন্ন ধরনের প্রাণঘাতী হামলা পরিচালনা করছে। আফগানিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করলেও এই নিয়েই দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি হামলা থেকে তীব্র সংঘাত শুরু হয়ে গিয়েছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই