weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আবহাওয়ার ঠান্ডা পরশ থাকবে কদিন

প্রকাশ : ২২-০৩-২০২৫ ১২:৩০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার আকাশ আজ শনিবার (২২ মার্চ) সকাল থেকেই মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে গরম কিছুটা কম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গরম থেকে এমন স্বস্তি আগামীকা রবিবার পর্যন্ত চলতে পারে। পরশু সোমবার থেকে আকাশ আবার পরিষ্কার হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ঢাকা ও খুলনার কিছু কিছু জায়গায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এ ছাড়া প্রায় সব বিভাগের বিভিন্ন জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে খুব বেশি বৃষ্টির আভাস নেই।

এ ছাড়া আজ দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই