weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রকাশ : ১৩-০৫-২০২৫ ১১:৪০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
এ সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরের আগে দেশটির কাছে ১৪০ কোটি ডলারের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন কর্মকর্তারা সোমবার (১২ মে) এ খবর জানিয়ে বলেন, সমরাস্ত্রের মধ্যে সামরিক বিমানও রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোর কর্মকর্তারা বলেন, উপসাগরীয় দেশটির কাছে যেসব অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে ১৩২ কোটি ডলারে ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এটি সহায়ক হবে বলেও জানান তারা।

কর্মকর্তারা আরো বলেন, সংযুক্ত আরব আমিরাত এসব সম্পদ তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগকালীন সহায়তা, মানবিক কার্যক্রম এবং সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহার করবে।

মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ও অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন এই কর্মকর্তারা।

মঙ্গলবার (১৩ মে) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ তিন দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছেন। সফরে তিনি ফিলিস্তিনের গাজা ও ইরান বিষয়েও আলোচনা করবেন। প্রতিরক্ষা ও বিমান চলাচল থেকে শুরু করে জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত বিভিন্ন খাতে সম্ভাব্য বড় ব্যবসায়িক চুক্তিও এ সফরের আলোচনায় থাকতে পারে।

হেলিকপ্টারের পাশাপাশি, এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির জন্য ১৩ কোটি ডলারের আরেকটি চুক্তিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদন পেতে যাচ্ছে।

এক পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন, এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা, আরেকজন মুমূর্ষু বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা, আরেকজন মুমূর্ষু মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন গাজায় আরো ৯৪ ফিলিস্তিনিকে হত্যা গাজায় আরো ৯৪ ফিলিস্তিনিকে হত্যা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের আলাস্কা, সুনামি সতর্কতা জারি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের আলাস্কা, সুনামি সতর্কতা জারি