weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় লড়িচাপায় নারী ও শিশুসহ নিহত ৩

প্রকাশ : ০৪-০৮-২০২৫ ১১:৫৭

ছবি : সংগৃহীত

সাভার প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় লড়িচাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তবে কিছুক্ষণ পরই তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

নিহতরা হলেন রিকশার যাত্রী ব্যবসায়ী আলতাফ হোসেন (৫০), নূরজাহান (২৪) ও তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪)। তারা সবাই আশুলিয়ার বলিভদ্র এলাকায় থাকতেন। আহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এসময় সামনের দিক থেকে একটি লরি এলে রিকশাটি রাস্তার পাশে পানি থাকায় মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে রিকশাটি গর্তে পড়ে গেলে রিকশাচালকসহ যাত্রীরা লরির পেছনের চাকার নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিল চালক। পরে সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে গেলে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজন মারা যান। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অন্তর্বর্তী সরকার কিনছে গাড়ি আগামী সরকারের মন্ত্রীদের জন্য অন্তর্বর্তী সরকার কিনছে গাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ৩০