weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭০% , বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামাবাদের বিরুদ্ধে পাঁচ কড়া পদক্ষেপ নিল নয়াদিল্লি

প্রকাশ : ২৪-০৪-২০২৫ ১১:৩০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের জম্মু ও কাশ্মিরের পহেলগামে পর্যটকদের লক্ষ্য করে ভয়াবহ হামলা ও ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর প্রাথমিকভাবে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানী নয়াদিল্লিতে নিজের সরকারি বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় আড়াই ঘণ্টার সেই বৈঠকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ ও সেসব বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে স্থানীয় সময় রাত ৯টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন সিসিএসের সদস্যরা। সেখানে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ ঘোষণা করেন। এগুলো হলো—

সিন্ধু পানিবণ্টন চুক্তিতে স্থগিতাদেশ: ভারত ও পাকিস্তানের মধ্যে দিয়ে বহমান সিন্ধু নদের পানিবণ্টন চুক্তিতে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে সফল পানি বণ্টন চুক্তি হিসেবে বিবেচনা করা হয় ভারত-পাকিস্তানের এই চুক্তিকে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী, যত দিন পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার না করছে, ততদিন এই চুক্তি স্থগিত থাকবে।

আট্টারি-ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ: পাঞ্জাবের আট্টারি-ওয়াঘা সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের যেসব নাগরিক এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং বর্তমানে অবস্থান করছেন, তাদেরকে আগামী ১ মে’ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে এই সীমান্ত দিয়েই ফিরে যেতে হবে তাদের।

পাকিস্তানির জন্য বন্ধ সার্ক ভিসা: ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য যত পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে, সব বাতিল করা হচ্ছে। সেই সঙ্গে এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে।

উল্লেখ্য, এসভিইএস হল ‘সার্ক’-এর দেশগুলির (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মলদ্বীপ এবং শ্রীলঙ্কা) মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ চুক্তি, যার মাধ্যমে ব্যক্তিগত ভিসা ছাড়াও এই সাত দেশের মধ্যে যাতায়াত করতে পারেন নাগরিকেরা। পাকিস্তানের ক্ষেত্রে এই অনুমতি তুলে নিচ্ছে ভারত।

দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার: ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বিমান বাহিনীর উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত। তাদের সহকারীদেরও ফিরিয়ে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে, নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বিমান বাহিনীর উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে এবং ভারত ছাড়ার জন্য তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

ভারতীয় দূতাবাসের কর্মীসংখ্যা হ্রাস: ইসলামবাদে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে। ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং এক জন নেপালি নাগরিক রয়েছেন। অভিযোগ, পর্যটকদের ধর্ম পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে গুলি করা হয়েছে।

এই ঘটনার পর তিন বাহিনীকেই সজাগ থাকার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উচ্চপর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। পাঁচ সিদ্ধান্তের কথা জানিয়েই সাংবাদিক বৈঠক শেষ করেছেন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব ব্যতীত সংবাদ সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্য সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন: আপিল বিভাগ ৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন: আপিল বিভাগ আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা