weather ২৬.৯৯ o সে. আদ্রতা ১০০% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উইম্বলডন শিরোপা জিতে ইয়ানিক সিনারের ইতিহাস

প্রকাশ : ১৪-০৭-২০২৫ ১১:৪৮

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ইতিহাস রচনা করলেন ইতালির ইয়ানিক সিনার। বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজকে হারিয়ে জিতলেন জীবনের প্রথম উইম্বলডন শিরোপা।

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রবিবারের (১৩ জুলাই) ফাইনালে সিনারের জয় ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে। মাত্র ৩৫ দিন আগেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে একই আলকারাজের কাছে পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে হেরেছিলেন সিনার। সেদিন দুই সেটে এগিয়ে থেকেও হাতছাড়া হয়েছিল শিরোপা। এবার সেই আক্ষেপ মুছে নতুন গল্প লিখলেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত সিনার বলেন, এটি সত্যিই বিশেষ। আমি স্বপ্নের মতো মুহূর্ত উপভোগ করছি। এই জয়ের মাধ্যমে সিনার তার চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা ঘরে তুললেন, তবে এটি প্রথমবারের মতো হার্ড কোর্টের বাইরে কোনো বড় ট্রফি। একই সঙ্গে শেষ হলো উইম্বলডনে আলকারাজের ২৪ ম্যাচের জয়ের ধারাও।

ফাইনালের চতুর্থ সেটে ৩-১ গেমে এগিয়ে থেকে চূড়ান্ত সময়ে যখন শিরোপার দিকে এগিয়ে যাচ্ছিলেন সিনার, তখনো অনেকেই প্যারিসের ব্যথার স্মৃতি মনে করছিলেন। প্রথম ম্যাচ পয়েন্ট মিস করার পরও মানসিক দৃঢ়তা ধরে রেখে দ্বিতীয় সুযোগে কাজ সেরে নেন তিনি।

সিনারের জয় থামিয়ে দিল আলকারাজের টানা তিনটি উইম্বলডন শিরোপা জয়ের স্বপ্ন। ওপেন যুগে মাত্র পাঁচজন পুরুষ খেলোয়াড়ই এমন কীর্তি গড়তে পেরেছেন। ম্যাচ শেষে আলকারাজ বলেন, পরাজয় সবসময়ই কঠিন। তবে ইয়ানিককে অভিনন্দন। ও দুর্দান্ত টেনিস খেলেছে এবং আরো অনেক শিরোপা জিতবে।

এখনকার টেনিস দুনিয়ায় সিনার-আলকারাজ দ্বৈরথই সবচেয়ে আকর্ষণীয়। এই দুই তরুণ প্রতিভার লড়াই যেন ফেদেরার-নাদাল-জোকোভিচদের উত্তরাধিকার টিকিয়ে রাখার নতুন আশার নাম।

আর এই জয়ের মাধ্যমে ইতালির হয়ে প্রথমবারের মতো কোনো পুরুষ খেলোয়াড় উইম্বলডনের সিঙ্গেলস শিরোপা জিতলেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গোপালগঞ্জ রণক্ষেত্র , নিহত ৪ গোপালগঞ্জ রণক্ষেত্র , নিহত ৪ মিটফোর্ডে লাল চাঁদ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিএমপি মিটফোর্ডে লাল চাঁদ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিএমপি কাঠগড়ায় আসামির আত্মহত্যা চেষ্টা কাঠগড়ায় আসামির আত্মহত্যা চেষ্টা বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’