weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বসছেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ : ১৮-০৬-২০২৫ ১২:৩৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রও শিগগির যুক্ত হচ্ছে এমন জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজে দুজন একসঙ্গে দুপুরের খাবার খাবেন বলে জানিয়েছে বিবিসি।

তাদের বৈঠকটি আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। এই বৈঠকটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। 

বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৪ জুন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জেনারেল মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠক আগেই নির্ধারিত ছিল। ত

এই বৈঠকে গণমাধ্যমের কোনো উপস্থিতি থাকবে না, যা বৈঠকের গোপনীয়তা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দেয়। এদিকে, পাকিস্তান চলতি সপ্তাহে ইরানের সঙ্গে সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে; যা আন্তর্জাতিক মহলে প্রশ্নের জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠকটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পাকিস্তানের ভূরাজনৈতিক অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে। তবে, বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়ায় এর প্রকৃতি এবং ফলাফল সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা বরখাস্ত কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা বরখাস্ত যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ এবার মামলা চালাতে চান কুমিল্লার সেই নারী এবার মামলা চালাতে চান কুমিল্লার সেই নারী ইউএসএআইডির সহায়তা বন্ধ: এক কোটি ৪০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা ইউএসএআইডির সহায়তা বন্ধ: এক কোটি ৪০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা আগস্টে ঢাকায় আসবে না ভারতীয় ক্রিকেট দল আগস্টে ঢাকায় আসবে না ভারতীয় ক্রিকেট দল