weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এক কমলা ২ লাখ টাকায় বিক্রি

প্রকাশ : ২৯-১২-২০২৪ ১০:১৩

ছবি : সংগৃহীত

সিলেট ব্যুরো
সিলেটের গোলাপগঞ্জে নিলামে একটি কমলা দুই লাখ টাকায় বিক্রি হয়েছে। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে|

শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি করা হয়।জানা যায়, মাদ্রাসা মাঠে ওই ওয়াজ  মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)।

 মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আল মাদানিকে (র.) খাওয়ার জন্য একটি কমলা দেন। এসময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলামে তুলেন। তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন। 

পরে বিষয়ুট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টির প্রশংসা করছেন। স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু জানান, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি কিনেছেন প্রবাসী এক মাওলানা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা, আরেকজন মুমূর্ষু বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা, আরেকজন মুমূর্ষু মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন গাজায় আরো ৯৪ ফিলিস্তিনিকে হত্যা গাজায় আরো ৯৪ ফিলিস্তিনিকে হত্যা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের আলাস্কা, সুনামি সতর্কতা জারি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের আলাস্কা, সুনামি সতর্কতা জারি