weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৪২% , বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এক ডিম নিলামে ২২ হাজার টাকায় বিক্রি

প্রকাশ : ২৮-০৩-২০২৫ ১৫:৪১

ছবি : সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ডিম ২২ হাজার টাকায় বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে একটি লেবু বিক্রি হয়েছে দেড় হাজার টাকায়!

বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য যে, বৃহস্পতিবার (২৭ মার্চ) শবে কদরের রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর জামে মসজিদে একটিমাত্র ডিম নিলামের মাধ্যমে সর্বোচ্চ দাম ২২ হাজার টাকায় কিনে নেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি।

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, মির্জাপুর জামে মসজিদ দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে দান করা একটি ডিম শবে কদরের রাত্রে উন্মুক্ত নিলামে উঠে। এসময় মির্জাপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ২২ হাজার টাকায় এটি ক্রয় করেন।

জাকির হোসেন জানান, নিলামে অংশ নেন ব্যবসায়ী সোহেল মিয়া, রাশিক মিয়া এবং আলতাব মিয়া। এসময় পৃথক নিলামে একটি লেবু এক হাজার ৫০০ টাকা দিয়ে কিনেন ব্যবসায়ী আলতাব মিয়া।

স্থানীয়রা জানান, পবিত্র শবে কদরের রাতে একজন মুসল্লি একটি ডিম মসজিদের দারুল কেরাত কেন্দ্রে দান করেন। মসজিদ কমিটি ডিমটি ওই রাতেই উন্মুক্ত নিলামে তুলেন।

পবিত্র শবে কদরের রাতে একটি ডিম ২২ হাজার ও একটি লেবু এক হাজার ৫০০ টাকায় কিনতে পারায় মির্জাপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর ও আলতাব নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন।
জাহাঙ্গীর আহমদ বলেন, ‘এ ডিম কিনতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি এ ডিম কিনেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। মসজিদের এ জিনিস বেশি দামে কেনায় আখেরাতে কাজে আসবে।

এর আগে গত বছর একই মসজিদে শবে কদরের রাতে নিলামে একটি ডিম ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। আর সেটি কিনেছিলেন সালেহ আহমদ নামের একজন ব্যবসায়ী।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ