weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫

প্রকাশ : ১১-০৯-২০২৫ ১১:৩৭

সানায় ইসরায়েলের হামলায় আগুন জ্বলছে, ছবি : এপি

আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩১ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানায় আল জাজিরা। এ হামলার একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, সানার আল-তাহরির এলাকার আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের সরকারি কমপাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপে অনেকেই আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি দাবি করেছে, হামলায় সানার দক্ষিণ-পশ্চিমের স্বাস্থ্য খাতের একটি মেডিক্যাল সেন্টার এবং আল-হাজমে স্থানীয় সরকারি কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়। বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। 

হুথি মুখপাত্র ইয়াহইয়া সারে জানান, ইসরায়েলি হামলা প্রতিহত করতে তারা সারফেস-টু-এয়ার মিসাইল ব্যবহার করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে।

তিনি দাবি করেন, কিছু ইসরায়েলি বিমান তাদের অস্ত্র ব্যবহার করার আগেই ফিরে যেতে বাধ্য হয়। 

তিনি বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক সারফেস-টু-এয়ার মিসাইল নিক্ষেপ করে জায়নবাদী আগ্রাসনের মোকাবিলা করেছে। 

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী সানা ও আল-জাওফে হুথি গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হুথিদের সামরিক শিবির, সামরিক জনসংযোগ সদর দপ্তর এবং একটি জ্বালানি সংরক্ষণাগার।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রামন বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এ আঘাত হানা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আমাদের আক্রমণ করবে, আমরা তাদের খুঁজে বের করব এবং জবাব দেব।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা