weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার কোল্ডপ্লের কিস ক্যামে ধরা লিওনেল মেসি

প্রকাশ : ২৯-০৭-২০২৫ ১৪:২৪

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
কিছু দিন আগে কনসার্টে গিয়ে কপাল পুড়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রনের। স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে কোল্ডপ্লে’র শো দেখতে গিয়েছিলেন। প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে যায়। আর সেই দৃশ্য কিস ক্যাম স্ক্রিনে ভেসে উঠতেই তোলপাড় লেগে যায়।

এবার সেই কিস ক্যামে ধরা পড়েছেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। স্ত্রী-সন্তানদের নিয়ে কনসার্ট দেখতে গিয়েছিলেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

প্রায় ১৫ দিন আগে কোল্ডপ্লে’র শো চলাকালীন, একে অপরকে জড়িয়ে ধরে কনসার্ট উপভোগ করতে দেখা যায় বিখ্যাত সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার এইচ আর হেড ক্রিস্টিন ক্যাবোকে। এমন সময় কনসার্টে থাকা কিস ক্যাম তাদের দিকে তাক করতেই মুখ লুকিয়ে ফেলেন যুগল। আড়াল হওয়ার চেষ্টা দেখে মজার ছলে কটাক্ষও করেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি বলেন, হয় এরা পরকীয়া করছে নয়তো বড্ড বেশি লাজুক। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এরপর থেকেই নেটিজেনদের চর্চায় উঠে এসেছে কোল্ডপ্লে এবং ব্রিটিশ ব্যান্ডের অনুষ্ঠানে ব্যবহৃত কিস ক্যাম। এবার সেই ক্যামেরায় ধরা পড়লেন সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি। গত রবিবার রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোল্ডপ্লের কনসার্ট দেখতে গিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রেকুজ্জেও। তিন পুত্রকে সঙ্গে নিয়ে প্রাইভেট সুইটে কনসার্ট দেখছিলেন তিনি। বেশ খোশ মেজাজে দেখা যায় মেসিকে।

শো চলাকালীন কিস ক্যামে ধরা পড়া মেসির ভিডিও দেখানো হয় জায়ান্ট স্ক্রিনে। হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়েন মেসি-আন্তোনেলা দু’জনেই। গোটা স্টেডিয়াম ‘মেসি, মেসি’ ধ্বনিতে ফেটে পড়ে। কোল্ডপ্লের তারকা গায়ক ক্রিস মার্টিন মেসিকে দেখতে পেয়ে বলেন, ‘আজকে আপনি আমাদের ব্যান্ডের পারফরম্যান্স দেখতে এসেছেন তাই অনেক ধন্যবাদ। মেসি সর্বকালে সেরা তারকা।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে হবে নির্বাচন মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে হবে নির্বাচন গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন ৭১ ফিলিস্তিনি গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন ৭১ ফিলিস্তিনি সেই রিয়াদের আরো একটি বাসার খোঁজ, মিলল প্রায় তিন লাখ নগদ টাকা সেই রিয়াদের আরো একটি বাসার খোঁজ, মিলল প্রায় তিন লাখ নগদ টাকা ডাকসু নির্বাচন: স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা ফাতেমা ডাকসু নির্বাচন: স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা ফাতেমা রিয়াদ সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপি থেকে রিয়াদ সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপি থেকে