weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

প্রকাশ : ০২-০৮-২০২৫ ১৬:৩১

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। 

শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রামু উপজেলার রশিদনগর ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। মরদেহগুলো রেললাইনের এক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি ছিটকে যায়। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তাঁর শিশুসন্তানসহ অজ্ঞাতপরিচয় আরো দুই যাত্রী মারা গেছেন। ওই দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

ওসি তৈয়বুর রহমান আরো জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই চার যাত্রী কক্সবাজার শহরে যাচ্ছিলেন। পথে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এর আগেও ওই ক্রসিংয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
দুর্ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানান রশিদনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বদি আলম। 

এদিকে, বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা ট্রেনটি আটকে দেয়। তারা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেন ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছেন।  

ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কতবার হামলার শিকার হলেন নুরুল হক নুর? কতবার হামলার শিকার হলেন নুরুল হক নুর? তিন দফা দাবিতে শহীদ মিনারে চলছে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ তিন দফা দাবিতে শহীদ মিনারে চলছে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যোগ দিতে বাধা জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যোগ দিতে বাধা ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ, রায় মার্কিন আদালতের ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ, রায় মার্কিন আদালতের সারাদেশে হালকা বৃষ্টির আভাস, ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত সারাদেশে হালকা বৃষ্টির আভাস, ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত