weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক এক

প্রকাশ : ১৪-০৯-২০২৫ ১১:৫৩

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরে এক ব্যক্তিকে হত্যার পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

নিহত রঞ্জন চাকমার বয়স ৫৫ বছর, তিনি রাঙ্গামাটির বাসিন্দা। আটক করা হয়েছে ৫৪ বছর বয়সী বীরেন চাকমা নামে একজনকে, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তারা স্থানীয় সুপারি বাগানে মজুরের কাজ করতেন।

ওই এলাকার বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক নারী তার স্বামীকে মেরে ফেলছে বলে চিৎকার করছিলেন। আমরা পাঁচ-সাত জন এসে দেখি ওই নারী অর্ধনগ্ন অবস্থায় আছেন। আমরা তাড়াতাড়ি ঘর থেকে কাপড় এনে তাকে দেই। তাকে নিয়ে তার ঘরের দিকে যাওয়ার সময় একজন পুরুষ চলে যাচ্ছিল, তখন ওই নারী দেখিয়ে দেন এই মানুষটি তার স্বামীকে হত্যা করেছে। তখন আমরা তাকে আটক করে রাখি।

এই প্রত্যক্ষদর্শী আরো বলেন, পরে ঘরে গিয়ে দেখি একটি কামরাতে লাশ পড়ে আছে। মরদেহের মাথার পেছনে অনেকগুলো কোপ ছিল। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই, পুলিশ এসে লাশসহ তাদের নিয়ে গেছে।

স্থানীয়রা আরো বলেন, আটক করা ব্যক্তিকে দুই মাস ধরে এলাকায় দেখা গেলেও নিহত ব্যক্তি ও তার স্ত্রীকে আগে দেখা যায়নি।

নিহতের স্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা রাঙামাটিতে আনারসের ব্যবসা করতাম। সেটি দিয়ে সংসার চলে না, তাই তিন দিন আগে সুপারি বাগানে কাজ করার জন্য কক্সবাজারে আসি। পূর্ব পরিচিত ওই ব্যক্তির বাসায় উঠি।

এই নারী অভিযোগ করে বলেন, স্বামীকে হত্যার পর ওই ব্যক্তি তার সঙ্গে ‘খারাপ কাজ’ করেছে। এক পর্যায়ে আমি পালিয়ে এসে মানুষ ডাকি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইলিয়াস বলেন, দুই চাকমা পরিবারের মধ্যে এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করছি মদ্যপ হয়ে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটতে পারে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উদ্ধার করা নারীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং প্রাথমিক অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পরীক্ষা করানো হচ্ছে বলেও জানান ওসি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই