weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে ভেসে এলো আরেক চবি ছাত্রের মরদেহ

প্রকাশ : ০৯-০৭-২০২৫ ১২:০০

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের সমুদ্র উপকূলে ভেসে এসেছে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের (২২) মরদেহ। এখনো নিখোঁজ রয়েছে আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান (২২)।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার সমিতি পাড়া উপকূলে মরদেহটি ভেসে আসে।

নিহত শিক্ষার্থী বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে মঙ্গলবার (৮ জুলাই) কক্সবাজার সমুদ্রে সৈকতের হিমছড়ি পয়েন্ট গোসল করতে নেমে তিন বন্ধু স্রোতের টানে ভেসে যান। এসময় পানিতে ডুবে কে এম সাদনান রহমান সাবাব (২১) নামে এক চবি শিক্ষার্থীর মৃত্যু হয়। 

কক্সবাজার বিচ কর্মীদের ইনচার্জ মাহবুব বলেন, মঙ্গলবার সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীদের মধ্যে আসিফ আহমেদের মরদেহ সমিতি পাড়া উপকূল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

চবির আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া বলেন, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার আমরা পাঁচ বন্ধু কক্সবাজার আসি। ভোর সাড়ে ৫টার দিকে আমরা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে যাই। ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুইজন দৌড়ে ছাতার নিচে চলে আসলেও তারা সাগরে থেকে যায়। বারবার তাদের ডাকার পরও তারা ‘আসছি, আসছি’ বলতে থাকে। মাঝিরাও তাদের উঠে যেতে বলেছেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। রিয়াদ বলেন, কিছু সময় পর সাবাবের লাশ তীরে ভেসে আসে। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও সদর থানা টিম ঘটনাস্থলে যায়। সবার ধারণা, মরদেহটি সৈকতে গোসলে নেমে নিখোঁজ চবির দুই শিক্ষার্থীর মাঝে আসিফ আহমেদের হতে পারে। তার অ্যাকাডেমিক পরিচয় পত্রের ছবির সঙ্গে মরদেহের ছবির মিল রয়েছে। এরপরও নিখোঁজদের স্বজনরা আসার অপেক্ষায় রয়েছি। তারা শনাক্ত করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অন্তর্বর্তী সরকার কিনছে গাড়ি আগামী সরকারের মন্ত্রীদের জন্য অন্তর্বর্তী সরকার কিনছে গাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ৩০