weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাতারের জাতীয় জাদুঘর যেন গোলাপ

প্রকাশ : ২০-১২-২০২৪ ১৯:১৪

ছবি: সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
মরুভূমির দেশ কাতারের জাতীয় জাদুঘর যেন একটি গোলাপ। ডেজার্ট রোজ নামের জাদুঘরটি উদ্বোধন করা হয় ২০১৯ সালের ২৭ মার্চ। প্রায় ৪০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই স্থাপত্যটি তৈরি হতে সময় লেগেছে প্রায় এক দশক। খরচ হয়েছে প্রায় ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার! টাকার অংকে তা চার হাজার ৭৭৪ কোটি। ফরাসি স্থপতি জ্যঁ ন্যুভেলের নিখুঁত নকশায় তৈরি এই জাদুঘরটি দেখতে যেন সত্যিকারের এক বিশাল গোলাপ।

কিন্তু কেন এর নাম ডেজার্ট রোজ? কারণ এটি অনেকটা মরুভূমির গোলাপের মতো। মরুভূমিতে জন্মানো স্যান্ড রোজ বা বালুর গোলাপ আসলে কোনো ফুল নয়। কাতারের মরুভূমির জিপসাম আর বালু মিলে বিশেষ ধরনের পাথরের স্তূপ তৈরি করে, যা দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো। এই প্রাকৃতিক আকর্ষণ থেকেই জাদুঘরের নাম ডেজার্ট রোজ রাখা হয়।

জাদুঘরের ভেতরে গেলে চোখের সামনে ভেসে উঠবে কাতারের তিনটি অধ্যায়। দেশটির প্রাচীনকালের গল্প, জীবনযাপনের বিবর্তন, আর আধুনিক কাতারের উত্থান। ১১টি গ্যালারি জুড়ে প্রদর্শিত এই গল্পগুলো দেখতে দেখতে মনে হবে যেন এক ঐতিহাসিক যাত্রায় পা রেখেছেন। প্রথম গ্যালারিতে দেখা যাবে ৭০০ মিলিয়ন বছর আগের পৃথিবী, ফসল আর বিভিন্ন জীবাশ্ম। এরপর ধীরে ধীরে ফুটে উঠবে কাতারের জনগণের জীবনযাপন, তাদের বেদুইন সংস্কৃতি, তেল ও গ্যাস আবিষ্কারের গল্প এবং আধুনিক উন্নয়নের চিত্র। এই জাদুঘরের আরেকটি বিশেষ দিক হলো, এখানে দেয়ালজুড়ে বিশাল পর্দায় চলমান ভিডিও আর ত্রিমাত্রিক ডায়োরামার মাধ্যমে ইতিহাসকে জীবন্ত করে উপস্থাপন করা হয়েছে।

ভেতরের জায়গাগুলো যেমন আকর্ষণীয়, বাইরের পার্কটিও তেমনি মনোমুগ্ধকর। পার্কে ১১৪টি ঝরনা দিয়ে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম হ্রদ, যার নাম আলফা। এই বিশাল পার্কটিতে দর্শনার্থীদের জন্য রয়েছে সবুজ গাছপালা আর খেজুর গাছের সারি। এক লাখ ১২ হাজার বর্গমিটারের এই পার্কে কাতারের মরুর মাঝে এক চমৎকার সবুজ পরিবেশ তৈরি হয়েছে।

এ ছাড়া, জাদুঘরে রয়েছে শিল্পকর্ম, প্রাচীন পাণ্ডুলিপি এবং দর্শনার্থীদের জন্য অসাধারণ এক গিফট শপ। কাঠ দিয়ে তৈরি শপটি দেখতে থ্রি-ডি ধাঁধার মতো; যা মনোমুগ্ধ করে দর্শকদের। এখানে কাতারের ঐতিহ্যবাহী শিল্পকর্ম থেকে শুরু করে ছোট ছোট উপহার সামগ্রী সবই পাওয়া যাবে।

জাদুঘরের এই মনোমুগ্ধকর পরিবেশ শুধু কাতারের ঐতিহ্য নয়, বরং তাদের সংগ্রাম, অর্জন আর গৌরবের প্রতীক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪