weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কী শর্তে বিচ্ছেদ এড়ালেন পেপ গার্দিওলা

প্রকাশ : ২৫-০৪-২০২৫ ১৮:৩৪

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটিতে বাজে সময় কাটছে পেপ গার্দিওলার। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে তার দল। প্রিমিয়ার লিগে সেরা পাঁচে থাকার নিশ্চয়তা মেলেনি এখনো। সাবেক বার্সেলোনা কোচের বাজে সময় যাওয়ার পেছনে স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে বিচ্ছেদ হতে যাওয়াকে একটা কারণ মনে করা হচ্ছিল। 

পেপ গার্দিওলার স্ত্রী ক্রিস্টিনা বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। সংবাদ মাধ্যম এল ন্যাশিওনালের মতে, চলতি মাসেই ওই বিচ্ছেদ সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে তিনদিন একসঙ্গে থাকার পর ক্রিস্টিনা আপাতত বিচ্ছেদের পথ থেকে সরে এসেছেন বলে দাবি করা হয়েছে। 

সেজন্য এক শর্ত দিয়েছেন ৫১ বছর বয়সী এই বিজনেসপার্সন। প্রতি সপ্তাহে অন্তত একবার করে কাতালুনিয়া যেতে হবে গার্দিওলার। সময় কাটাতে হবে তাদের সঙ্গে। সংবাদ মাধ্যমের মতে, ক্রিস্টিনা দ্বিতীয় সুযোগ দিয়েছেন গার্দিওলাকে। 

গত বছরের নভেম্বরে ম্যানসিটির সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি নবায়ন করেন গার্দিওলা। ন্যাশিওনালের মতে, এটিই নাকি তাদের বিচ্ছেদ হতে যাওয়ার প্রধাণ কারণ। ক্রিস্টিনা তার ছোট সন্তানকে নিয়ে ২০১৯ সালে কাতালুনিয়া ফিরে যান এবং নিজের ব্যবসায় মনোযোগ দেন। তিনি সুপরিচিত একজন ফ্যাশন ডিজাইনার ও ইনফ্লুয়েন্সার।

ক্রিস্টিনা ম্যানচেস্টার ছাড়ার সময় কথা ছিল ২০২৪-২৫ মৌসুম শেষ করে পেপ গার্দিওলাও কাতালুনিয়ায় ফিরে আসবেন। কিন্তু গার্দিওলা সেটা না করে দুই বছরের চুক্তি নবায়ন করেন। এতেই ক্ষুব্ধ হয়ে চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেন ক্রিস্টিনা।

তিন যুগ ধরে ক্রিস্টিনা ও পেপ গার্দিওলা একসঙ্গে আছেন। ১৯৯৪ সালে পেপ গার্দিওলা যখন বার্সেলোনায় খেলেন এবং ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তখন ক্রিস্টিনার সঙ্গে প্রেম হয় তার। দু’জন ডেটিং শুরু করেন। ২০১৪ সালে সম্পর্কের প্রায় ২০ বছর পরে বিয়ে করেন তারা। ততদিনে সংসারে এসে গেছে তিন সন্তান। এরপর মিউনিখ, ম্যানচেস্টার ঘুরে ক্রিস্টিনা স্থায়ী হয়েছেন কাতালুনিয়ার বাড়িতে।    

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত