weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৪৯% , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কী শর্তে বিচ্ছেদ এড়ালেন পেপ গার্দিওলা

প্রকাশ : ২৫-০৪-২০২৫ ১৮:৩৪

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটিতে বাজে সময় কাটছে পেপ গার্দিওলার। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে তার দল। প্রিমিয়ার লিগে সেরা পাঁচে থাকার নিশ্চয়তা মেলেনি এখনো। সাবেক বার্সেলোনা কোচের বাজে সময় যাওয়ার পেছনে স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে বিচ্ছেদ হতে যাওয়াকে একটা কারণ মনে করা হচ্ছিল। 

পেপ গার্দিওলার স্ত্রী ক্রিস্টিনা বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। সংবাদ মাধ্যম এল ন্যাশিওনালের মতে, চলতি মাসেই ওই বিচ্ছেদ সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে তিনদিন একসঙ্গে থাকার পর ক্রিস্টিনা আপাতত বিচ্ছেদের পথ থেকে সরে এসেছেন বলে দাবি করা হয়েছে। 

সেজন্য এক শর্ত দিয়েছেন ৫১ বছর বয়সী এই বিজনেসপার্সন। প্রতি সপ্তাহে অন্তত একবার করে কাতালুনিয়া যেতে হবে গার্দিওলার। সময় কাটাতে হবে তাদের সঙ্গে। সংবাদ মাধ্যমের মতে, ক্রিস্টিনা দ্বিতীয় সুযোগ দিয়েছেন গার্দিওলাকে। 

গত বছরের নভেম্বরে ম্যানসিটির সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি নবায়ন করেন গার্দিওলা। ন্যাশিওনালের মতে, এটিই নাকি তাদের বিচ্ছেদ হতে যাওয়ার প্রধাণ কারণ। ক্রিস্টিনা তার ছোট সন্তানকে নিয়ে ২০১৯ সালে কাতালুনিয়া ফিরে যান এবং নিজের ব্যবসায় মনোযোগ দেন। তিনি সুপরিচিত একজন ফ্যাশন ডিজাইনার ও ইনফ্লুয়েন্সার।

ক্রিস্টিনা ম্যানচেস্টার ছাড়ার সময় কথা ছিল ২০২৪-২৫ মৌসুম শেষ করে পেপ গার্দিওলাও কাতালুনিয়ায় ফিরে আসবেন। কিন্তু গার্দিওলা সেটা না করে দুই বছরের চুক্তি নবায়ন করেন। এতেই ক্ষুব্ধ হয়ে চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেন ক্রিস্টিনা।

তিন যুগ ধরে ক্রিস্টিনা ও পেপ গার্দিওলা একসঙ্গে আছেন। ১৯৯৪ সালে পেপ গার্দিওলা যখন বার্সেলোনায় খেলেন এবং ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তখন ক্রিস্টিনার সঙ্গে প্রেম হয় তার। দু’জন ডেটিং শুরু করেন। ২০১৪ সালে সম্পর্কের প্রায় ২০ বছর পরে বিয়ে করেন তারা। ততদিনে সংসারে এসে গেছে তিন সন্তান। এরপর মিউনিখ, ম্যানচেস্টার ঘুরে ক্রিস্টিনা স্থায়ী হয়েছেন কাতালুনিয়ার বাড়িতে।    

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ওমানে আজ তৃতীয় দফা বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র ওমানে আজ তৃতীয় দফা বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র রাঙামাটিতে পিকআপচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত রাঙামাটিতে পিকআপচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৮৪ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৮৪ ফিলিস্তিনি নিহত আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই ডজন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই ডজন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ