weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক

প্রকাশ : ১৩-০৫-২০২৫ ১১:৪৭

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ সোমবার বুয়েনস এইরেসে যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি তালিকা জমা দেন। এটি ১৫ হাজার সহিংস আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের তালিকা। ফিফা ক্লাব বিশ্বকাপে এই সমর্থকদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে।

৩২ দল নিয়ে নতুন সংস্করণে আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ শুরু হবে; যা শেষ হবে ১৩ জুলাই। আর্জেন্টিনা থেকে বোকা জুনিয়র্স ও রিভার প্লেট এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নেবে। টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগেই সহিংস সমর্থকদের তালিকা জমা দিলেন আর্জেন্টিনার এই নিরাপত্তামন্ত্রী।

সাংবাদিকদের বুলরিখ বলেছেন, ‘এই তালিকায় রয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ, যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধমূলক কাজ করা সহিংস কেউ এই আয়োজনে (ক্লাব বিশ্বকাপ) থাকতে পারবেন না।’

‘ট্রিবিউনা সেগুরা’ নামে একটি প্রোগ্রামের মাধ্যমে সহিংস সমর্থকদের এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর সাহায্যে আর্জেন্টিনার স্টেডিয়ামে নিষিদ্ধ হওয়া সমর্থকদের চিহ্নিত করা হয়েছে। বুলরিখ যোগ করেন, এই সরকারের শুরু থেকে এক হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে ’ট্রিবিউনা সেগুরা’। আমরা গ্রেপ্তারি পরোয়ানাসহ এক হাজার ১৬৬ জনকে চিহ্নিত করেছি এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে।

ক্লাব বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বোকা জুনিয়র্সের প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকা। ‘ই’ গ্রুপে রিভার প্লেটের প্রতিদ্বন্দ্বী উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরি ও ইন্টার মিলান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা বরখাস্ত কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা বরখাস্ত যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ এবার মামলা চালাতে চান কুমিল্লার সেই নারী এবার মামলা চালাতে চান কুমিল্লার সেই নারী ইউএসএআইডির সহায়তা বন্ধ: এক কোটি ৪০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা ইউএসএআইডির সহায়তা বন্ধ: এক কোটি ৪০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা আগস্টে ঢাকায় আসবে না ভারতীয় ক্রিকেট দল আগস্টে ঢাকায় আসবে না ভারতীয় ক্রিকেট দল