weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ি থমথমে, অবরোধে জনজীবনে দুর্ভোগ

প্রকাশ : ২৯-০৯-২০২৫ ১১:৪১

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচারসহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় চলছে জুম্ম–ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। এ ছাড়া প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।

জেলাটির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটিসহ সারাদেশের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙাসহ নয় উপজেলার সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। জরুরি সেবা ছাড়া অন্য যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। 

এদিকে অবরোধে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। শনিবার শুরু হওয়া অবরোধ তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে।

শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেইট, স্বনির্ভর, জিরো মাইলে পোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী। ১৪৪ ধারার মধ্যে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে শুক্রবার খাগড়াছড়িতে বেড়াতে এসে আটকা পড়েন অনেক পর্যটক। গাড়ি চলাচল করতে না পারায় তারা সাজেক যেতে পারেননি। একই সঙ্গে খাগড়াছড়ি থেকে ঢাকায় যেতে পারছেন না তারা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে কথা হয় নারায়ণগঞ্জের থেকে বেড়াতে আসা পর্যটক মো. কামাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমরা ২৩ জন শনিবার ভোরে খাগড়াছড়িতে পৌঁছাই। এরপর থেকে শহরের মধ্যে একরকম বন্দিই আছি। অবরোধের কারণে বাড়ি ফিরতে পারছি না। আমাদের মতো অনেকেই আছেন যারা এখানে আটকা পড়েছেন।

সোমবার সকাল পৌনে ৯টায় গুইমারা বাজারে গিয়ে দেখা যায়, মূল সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। আজ সাপ্তাহিক বাজার ছিল। পরিস্থিতির কারণে বাজার বসেনি। বাজারের দোকানপাটও বন্ধ রয়েছে। টমটম ও মোটরসাইকেল ছাড়া অন্য পরিবহন চলতে দেখা যাচ্ছে না। বাজারে মানুষের উপস্থিতিও একেবারে কম।

রবিবার খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই তিনজন পাহাড়ি নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। এ ছাড়া সংর্ঘষের ঘটনায় মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য  আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে জুম্ম ছাত্র-জনতার আহ্বানে টানা সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। 

রবিবার রাতে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির খাগড়াছড়ির সভাপতি অশোক মজুমদার ও সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। 

বিবৃতিতে বলা হয়, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবকে আনন্দঘন পরিবেশে এবং অংশগ্রহণমূলক ধর্মীয় পবিত্রতার সঙ্গে পালন করার জন্য চলমান অবরোধ কর্মসূচি স্থগিত করার জন্য জুম্ম ছাত্র জনতার নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই।

পূজা উদযাপন কমিটি এ সময় খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের কঠিনতম শাস্তির দাবি জানান।

সেই সঙ্গে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহার ও আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার আশু সমাধানের জন্য দাবি জানান তারা।

জানতে চাইলে জুম্ম–ছাত্র জনতার অন্যতম মুখপাত্র দ্বীপায়ন ত্রিপুরা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালনের জন্য সবাইকে আহ্বান করছি।’

খাগড়াছড়ির গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, সোমবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলায় অবরোধের সমর্থনকারীদের অবস্থান নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুম্ম-ছাত্র জনতার ব্যানারে গত শনিবার ভোর পাঁচটায় অবরোধ কর্মসূচি শুরু হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই