weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খাবারের সন্ধানে গিয়ে চোখে গুলি খেল ফিলিস্তিনি কিশোর

প্রকাশ : ০৪-০৮-২০২৫ ১৩:৩৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ক্ষুধার্ত পরিবারের জন্য খাবারের সন্ধানে বেরিয়েছিল ফিলিস্তিনি কিশোর আবদুল রহমান আবু জাজার। খাবার মেলেনি কিন্তু গুলি খেয়ে ফিরেছে সে। তার বাঁ চোখে গুলি করে ইসরায়েলি সেনারা। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়ন্ত্রিত জিএইচএফ ত্রাণকেন্দ্রে গিয়ে গুলিবিদ্ধ হয় ১৫ বছর বয়সী জাজার। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। খবর আল জাজিরার।

বাঁ চোখে সাদা রঙের ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জাজার আল-জাজিরাকে জানায়, ‘চোখে গুলি লাগার পরও ইসরায়েলি সেনারা তাকে লক্ষ্য করে অনবরত গুলি ছুড়তে থাকেন। তখন জাজারের মনে হয়েছিল, এই বুঝি শেষ। মৃত্যু সন্নিকটে।

কিশোর জাজার বলে, আমার ও ভাইবোনদের খাওয়ার মতো কিছু না থাকায় রাত প্রায় দুইটার দিকে প্রথমবারের মতো ওই ত্রাণ কেন্দ্রে যাই। অনেক ভিড়ের মধ্যে গাজা নগরীর আল-মুনতাজাহ পার্কের ওই কেন্দ্রে পৌঁছাতে আমার প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগেছিল। আমরা দৌড়াচ্ছিলাম। ঠিক তখন ওরা গুলি করা শুরু করে। আমি আরো তিনজনের সঙ্গে ছিলাম। তিনজনই আহত হই।

তিনি বলেন, একপর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। যখন জ্ঞান ফেরে, আমি আশপাশের লোকজনকে জিজ্ঞেস করেছি, আমি কোথায়? তখন আশপাশের লোকজন জানান, আমি গুলিবিদ্ধ হয়েছি।

চোখে অস্ত্রোপচার করানো হয়েছে জানিয়ে জাজার বলেন, ‘আশা করি, আমার দৃষ্টিশক্তি ফিরে আসবে।’

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানায়, তারা প্রায় ১১৯টি মরদেহ পেয়েছে। যার মধ্যে ১৫টি মরদেহ ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৬৬ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালের একটি সূত্র আল জাজিরাকে জানায়, রবিবার প্রায় ৯২ জনকে গুলি করে হত্যা করে ইসরায়েল। এদের মধ্যে ৫৬ জন খাবারের সন্ধানে গিয়েছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মস্কোতে যাবেন না জেলেনস্কি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মস্কোতে যাবেন না জেলেনস্কি টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর রাজনীতিক-গবেষক-লেখক বদরুদ্দীন উমর আর নেই রাজনীতিক-গবেষক-লেখক বদরুদ্দীন উমর আর নেই ভাত খেতে গিয়েছি বললেও গেট খোলেননি দারোয়ান, বললেন চবির সেই ছাত্রী ভাত খেতে গিয়েছি বললেও গেট খোলেননি দারোয়ান, বললেন চবির সেই ছাত্রী