weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়ালো

প্রকাশ : ১৯-০৮-২০২৫ ১১:১৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৬২ হাজার চার জনে দাঁড়িয়েছে। সোমবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অন্তত ৬০ জন নিহত ও ৩৪৪ জন আহত হয়েছেন। এর ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার ২৩০ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ক্ষুধা ও অপুষ্টিতে নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে মোট ২৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১২ জন শিশু।

গাজায় এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা বা রাস্তায় পড়ে আছেন। তবে ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকর্মীরা।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে ইসরায়েল আবারো হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার ৪৬০ জন ফিলিস্তিনি নিহত ও ৪৪ হাজার ১৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মানবিক সহায়তা সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৮১ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত খাদ্য ও ত্রাণ সংগ্রহে যাওয়া অন্তত এক হাজার ৯৬৫ জন নিহত এবং ১৪ হাজার ৭০১ জন আহত হয়েছেন।

গত মার্চের শুরু থেকে গাজা সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে প্রায় ২৪ লাখ মানুষের জন্য ভয়াবহ দুর্ভিক্ষ, ব্যাপক রোগব্যাধি এবং স্বাস্থ্য ও অন্যান্য জরুরি সেবা ভেঙে পড়েছে।

গত বছর নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ ছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল