weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৪৫% , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ : ১২-০৪-২০২৫ ১০:৩৫

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে রাকিব মোল্লা (৩২) নামে কৃষক দলের ওই নেতাকে হত্যা করা হয়।

নিহত রাকিব মোল্লা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন ওই কমিটির সদস্য সচিব খান মো. জাহিদুল ইসলাম।

নিহতের স্বজনরা জানান, রাকিব মোল্লাকে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাথায়, ঘাড়ে, কাঁধে ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তাকে অন্তত ২০টি আঘাত করে হত্যা নিশ্চিত করেছে দুর্বৃত্তরা।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, মৃত অবস্থায় রাকিব মোল্লাকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত সমস্যা হবে না: র‍্যাবের ডিজি নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত সমস্যা হবে না: র‍্যাবের ডিজি ‘মার্চ ফর গাজা’ ইতিহাসে লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত ‘মার্চ ফর গাজা’ ইতিহাসে লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় ১০০ জন নিহত: জাতিসংঘ সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় ১০০ জন নিহত: জাতিসংঘ বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি পারমাণবিক চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে `গঠনমূলক' আলোচনা পারমাণবিক চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে `গঠনমূলক' আলোচনা