weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে তিনজন নিহত

প্রকাশ : ০৫-০২-২০২৫ ১১:৪৭

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় সবজি বোঝাই পিকআপভ্যান খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে পিকআপভ্যানটির চালক ও হেলপার রয়েছেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছেন, নরসিংদী থেকে পিকআপভ্যানটি শসা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের যাচ্ছিল। কালীগঞ্জের নোয়াপাড়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের ধারণা, তারা পিকআপভ্যানের চালক, হেলপার ও শসা ব্যবসায়ী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কাঁচামাল নিয়ে একটি পিকআপভ্যান গাজীপুরের দিকে আসছিল। বুধবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে এটি পাশের খালে পড়ে যায়।

ওসি বলেন, এ সময় খালে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেননি তারা। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি