weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৮৪% , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
কারফিউর সময় বাড়লো, থমথমে পরিস্থিতি

গোপালগঞ্জে গুলিবিদ্ধ অটোরিকশাচালকের মৃত্যু

প্রকাশ : ১৮-০৭-২০২৫ ১১:৩৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ সদর উপজেলায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রমজান মুন্সী (২৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর ফলে জেলাটিতে সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। 

নিহত রমজান মুন্সি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। তিনি অটোরিকশা চালাতেন বলে জানা গেছে। 

রমজান মুন্সির ভাই ইমরান মুন্সি বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে অটোরিকশা নিয়ে গোপালগঞ্জ সদরের চৌরঙ্গী কোর্টের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তির গুলি তার ডান হাতের কব্জির ওপর এবং ডান পাশের বগলে লাগে। বুলেটটি তার শরীরের ভেতরেই থেকে যায়। খবর পেয়ে আমরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। পরে বুধবার রাত পৌনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সী ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দুইটার দিকে মারা যান। লাশ বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এদিকে, গোপালগঞ্জের পরিস্থিতি এখনো থমথমে। ব্যাপক সংঘাত-সহিংসতার প্রেক্ষাপটে জেলায় জারি করা কারফিউ অব্যাহত রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ থাকবে না। এরপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। অর্থাৎ, বুধবার রাত ৮টায় যে কারফিউ শুরু হয়েছিল, তাতে বিরতি মিলবে ৩৯ ঘণ্টা পর।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বৃহস্পতিবার গতকাল গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় আয়োজিত এক ব্রিফিংয়েও এ তথ্য জানান।

চলমান কারফিউয়ে জেলায় বৃহস্পতিবার থমথমে পরিবেশ বিরাজ করে। বুধবার রাত থেকে সড়কে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সারাদিন বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ। জেলা শহর ছিল জনমানবশূন্য।

সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই নিহতদের দাফন-সৎকার: গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের সময় গুলিতে নিহত চারজনের কারোর সুরতহাল ও ময়নাতদন্ত হয়নি; বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে।

বুধবার দিনভর সংঘর্ষে নিহতরা হলেন- শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০), কোটালিপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৭), শহরের শানাপাড়ার সোহেল রানা (৩৫) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার।

এর মধ্যে পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার রাতে পৌর শ্মশানে সৎকার করা হয়। এ ছাড়া টাইলস মিস্ত্রির সহকারী রমজান কাজীকে বুধবার রাতে এশার নামাজের পর এবং মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও ক্রোকারিজ দোকানের কর্মচারী ইমন তালুকদারকে বৃহস্পতিবার সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

সুরতহাল ও ময়নাতদন্ত নিয়ে মৃতের পরিবারের সদস্যরাও কেউ কোনো কথা বলতে চাননি। 

তবে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হয়। সেখানে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের কাছে সাংবাদিকরা সুরতহাল ও ময়নাতদন্তের বিষয়ে জানতে চান। তখন তিনি বলেন, বিষয়টি আইন প্রক্রিয়ায় পরবর্তীতে দেখা হবে। 

জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ।

টানা পাচ ঘণ্টার ওই সংঘাতে নিহত হন অন্তত চারজন। পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়া এনসিপির কেন্দ্রীয় নেতারা পরে সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে গোপালগঞ্জ ত্যাগ করেন।

সর্বশেষ ঢাকা মেডিক্যালে অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় নিহত বেড়ে দাঁড়ালো পাঁচে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু গাজীপুরের সড়কে মা-বাবা ও ছেলেসহ নিহত ৫ গাজীপুরের সড়কে মা-বাবা ও ছেলেসহ নিহত ৫ জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে মার্কিন কূটনীতিকরা অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে পারবেন না মার্কিন কূটনীতিকরা অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে পারবেন না সবজি, কাঁচা মরিচ, মুরগি আর পেঁয়াজের চড়া দাম সবজি, কাঁচা মরিচ, মুরগি আর পেঁয়াজের চড়া দাম