weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামফি ডোয়ার্ফ গোবি পৃথিবীর সবচেয়ে বদমেজাজি মাছ

প্রকাশ : ২০-১২-২০২৪ ১৯:২৮

ছবি: সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
মানুষই কেবল বদমেজাজি নন। অন্য প্রাণীদেরও মেজাজ হারানোর অধিকার আছে। মাছও মেজাজ হারান। সেটিও আবার খুব ছোট মাছ। মাছটির চেহারাতে সবসময় বদমেজাজের লক্ষণ দেখা যায়। ছোট হলেও এর বদমেজাজে তটস্থ থাকে গোটা এলাকা। 

মাছটির নাম গ্রামফি ডোয়ার্ফ গোবি। এরা ভীষণ সাহসী। এবং প্রায়ই নিজেদের চেয়ে বেশ বড় আকারের মাছকে তেড়ে মারতে যায়। সফলও হয়।  

তাই এই মাছটিকে বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে ‘বদমেজাজি’ মাছ হিসেবে আখ্যা দিয়েছেন। 

ডোয়ার্ফ গোবি মূলত উষ্ণ সমুদ্রের পাথুরে এলাকা এবং প্রবাল প্রাচীরে বসবাস করে। এরা খুব ছোট আকারের— এক ইঞ্চি দৈর্ঘ্য এদের।

আকারে ছোট হলেও এদের এদের রঙচঙে শরীর এবং চাঞ্চল্য আর গরম মেজাজ অন্য মাছ বা প্রাণীদের মনে ভয় ধরিয়ে দেয়।

ডোয়ার্ফ গোবি নিজেদের বাসস্থানের বিষয়ে খুবই সচেতন। নিজেদের এলাকায় অন্য মাছের অনুপ্রবেশ একদম পছন্দ করে না। বহিরাগতদের দেখলেই তাই তেড়ে যায়, তা বহিরাগতের আকার যত বড়ই হোক না কেন! 

ডোয়ার্ফ গোবির বদমেজাজি হওয়ার অন্যতম কারণ তাদের এলাকা রক্ষা করার প্রবণতা। তারা নিজেদের বাসস্থানের বিষয়ে খুব বেশি স্পর্শকাতর এবং অন্য মাছদের অনুপ্রবেশকে তারা হুমকি হিসেবে দেখে।

এ ছাড়া, এদের বাসস্থান ছোট জায়গায় সীমিত। তাই প্রতিযোগিতা বেশি হয়। এসব ব্যাপারগুলোই  বদমেজাজি করে তুলেছে। 

এরা ছোট গর্ত, পাথরের ফাঁক বা প্রবাল প্রাচীরের ছোট কোণে আশ্রয় নেয়। দ্রুত সাঁতার কাটতে পারে এরা। যদি বোঝে শত্রু তাদের জন্য হুমকি, তাহলে শত্রুকে ভয় দেখাতে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসে। যদি বোঝে পেরে ওঠা সম্ভব নয় শত্রুর সঙ্গে, তখন পিছু হটে দ্রুত গর্তে ঢুকে পড়ে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪