weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঘণ্টায় ৪৭২ কিমি গতির রেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯

প্রকাশ : ০১-০৯-২০২৫ ১১:৪২

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি আবারো আলোচনায়। তাদের প্রিমিয়াম সাব-ব্র্যান্ড ইয়াংওয়াং আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ির সর্বোচ্চ গতির নতুন রেকর্ড স্থাপন করেছে।

জার্মানির এটিপি টেস্ট ট্র্যাকে সম্প্রতি ইউ৯ ট্র্যাক সংস্করণ ঘণ্টায় ৪৭২ দশমিক ৪১ কিলোমিটার (২৯৩ দশমিক ৫৪ মাইল) গতিতে ছুটে এই রেকর্ড গড়ে।

এর আগে ২০২৩ সালের আগস্টে এই গাড়ি ছুটেছিল ঘণ্টায় ৩৭৫ কিলোমিটার বেগে। একই বছরের অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ৩৯১ কিলোমিটার। এবারের রেকর্ড শুধু আগের গতি ছাড়িয়ে যায়নি, বরং চীনের উচ্চগতির ট্রেনের সর্বোচ্চ গতি (৩৫০ কিমি/ঘণ্টা)-কেও অনেকটা পেছনে ফেলেছে।

গাড়িটিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম ১২০০ ভোল্ট আলট্রা-হাই ভোল্টেজ প্ল্যাটফর্ম। রয়েছে উদ্ভাবনী থার্মাল ম্যানেজমেন্ট সল্যুশন; যা চরম ট্র্যাক পরিস্থিতিতেও পারফরম্যান্স ঠিক রাখে। ই৪ পাওয়ারট্রেইন–বিশ্বের প্রথম কোয়াড মোটর প্ল্যাটফর্ম। প্রতিটি মোটরের ক্ষমতা ৫৫৫ কিলোওয়াট পর্যন্ত। সর্বমোট পাওয়ার আউটপুট ৩,০০০ পিএসের বেশি। ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি পেতে সময় লাগে মাত্র দুই দশমিক ৩৬ সেকেন্ড।

বিওয়াইডি বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা ইমতিয়াজ নওশের বলেন, এটি শুধু গতির রেকর্ড নয়, বরং ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এই অর্জন দেখিয়েছে, প্রযুক্তি ও পারফরম্যান্সের সীমা কোথায় নিয়ে যেতে চায় বিওয়াইডি।

বিওয়াইডি জানিয়েছে, ইয়াংওয়াং ইউ৯-এ ব্যবহার করা হয়েছে তাদের নতুন প্রযুক্তি ই-৪ প্ল্যাটফর্ম। এর ফলে গাড়িটি শুধু দ্রুত নয়, বরং মোড় ঘোরানো কিংবা জরুরি ব্রেক করার সময়ও স্থিতিশীল থাকে। এতে যুক্ত আছে কার্বন ফাইবার বডি, হালকা কিন্তু শক্তিশালী গঠন এবং উন্নত ব্যাটারি সিস্টেম; যা উচ্চ ক্ষমতায় কাজ করেও নিরাপদ থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক গাড়ি সাধারণত পরিবেশবান্ধব ও অর্থনৈতিক ভ্রমণের জন্য পরিচিত। কিন্তু ইউ৯ দেখিয়ে দিল, ইভি শুধু সাশ্রয়ী নয়, বরং সুপারকারের মতো গতি অর্জন করাও সম্ভব। এর ফলে বৈদ্যুতিক গাড়ি বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হবে।

চীনের অটোমোবাইল শিল্পে বিওয়াইডি এখন সবচেয়ে আলোচিত নাম। তারা টেসলার পর বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজারে শীর্ষ অবস্থান দখল করেছে। ইউ৯-এর এই রেকর্ড হয়তো ভবিষ্যতে ইভি প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ বাড়াবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই