weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

প্রকাশ : ১৭-০১-২০২৫ ১২:৪৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা তিনজন বন্ধু ছিলেন।

নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া বলেন, ‘রুবেল, সানি ও নিপু আমাদের একই গ্রামের কাছের বন্ধু ছিলেন। রাতে তারা কোনো এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন। তখন সুফিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে তাদের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। তিনজনের লাশ বাড়িতে আনা হয়েছে। একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুতে পরিবারে ও গ্রামে মাতম চলছে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। লাশগুলো নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি