চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৫
প্রকাশ : ১৮-০৮-২০২৫ ১১:৪৬

ছবি : সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের আকবর শাহ এলাকার সিটি গেটে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। সোমবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য। ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে খবর পেয়ে ৫টা ৫ মিনিটে উদ্ধারকাজ শুরু করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট। দুর্ঘটনায় পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনা হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, সিটি গেট এলাকায় রাস্তার পাশে চট্টগ্রাম শহরমুখী হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়ে পিকআপ। এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আকবার শাহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তিনজন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজন হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com