weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে গুলশানে বৈষম্যবিরোধী ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৫

প্রকাশ : ২৭-০৭-২০২৫ ১১:৫৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশান থেকে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা রয়েছেন।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশান ২ নম্বরে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এবং আমিনুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে চারজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন একটি কলেজের শিক্ষার্থী। আর চাঁদাবাজির নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ।

শনিবার (২৬ জুলাই) মধ্যরাতে এসব তথ্য জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে আবু জাফর (সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী) নামে একজন অস্ট্রেলিয়া প্রবাসীর বাসায় গিয়ে গত ১৭ জুলাই ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তারা পুলিশ বা সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেয়। অস্ট্রেলিয়া প্রবাসী ভুক্তভোগী আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন।

এসময় এ প্রবাসী বলেন, তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তিনি কোনো রাজনীতির মধ্যে এখন নেই, দেশে এসেছেন বেড়াতে। এরপরও তাকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা নেয় চাঁদাবাজরা। ভুক্তভোগী আবু জাফর তখনো বিষয়টি পুলিশকে জানাননি।

এর দুদিন পর (শনিবার) বাকি ৪০ লাখ টাকা নেওয়ার জন্য ওই বাসায় আবার যায় চাঁদাবাজরা। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের নেতৃত্বে তারা ওই বাসায় চাঁদার ৪০ লাখ টাকা আনতে যায়। এসময় ভুক্তভোগী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে পাঁচ চাঁদাবাজকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে ওসি বলেন, পরিচয় শনাক্তের কাজ চলছে। যাচাই-বাছাই করে পরবর্তীতে জানানো হবে।

চাঁদাবাজির ঘটনায় অস্ট্রেলিয়া প্রবাসী একজন অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগটি এজাহার হিসেবে রুজু করা হবে বলেও জানিয়েছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান।

গুলশান থানার সামনে বিক্ষোভ: এদিকে, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে গুলশান থানা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গুলশান থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। তারা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। তারা বলেন, চাঁদাবাজদের কোনো ঠাঁই নাই। যারা আটক হয়েছে তাদের শাস্তি নিশ্চিতেরও দাবি জানান বিক্ষোভকারীরা।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর গুলশান ২ নম্বরের একটি বাসার সামনে থেকে আমরা তাদের গ্রেপ্তার করি। এখনো আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিস্তারিত বলা যাবে।

বৈষম্যবিরোধীদের ৩ জন বহিষ্কার: এ ঘটনার খবর সংবাদমাধ্যমে আসার পর সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার তিন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

শনিবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওই তিনজন সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এজন্য সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম তাদের স্থায়ী বহিষ্কার অনুমোদন করেন।

বহিষ্কার হওয়া নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব নেতাকর্মীকে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি শ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক রিয়াদের বিষয়ে কিছু বলা হয়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে হবে নির্বাচন মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে হবে নির্বাচন গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন ৭১ ফিলিস্তিনি গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন ৭১ ফিলিস্তিনি সেই রিয়াদের আরো একটি বাসার খোঁজ, মিলল প্রায় তিন লাখ নগদ টাকা সেই রিয়াদের আরো একটি বাসার খোঁজ, মিলল প্রায় তিন লাখ নগদ টাকা ডাকসু নির্বাচন: স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা ফাতেমা ডাকসু নির্বাচন: স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা ফাতেমা রিয়াদ সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপি থেকে রিয়াদ সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপি থেকে