weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে হামলা-গুলি, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৫

প্রকাশ : ১৪-০৭-২০২৫ ২১:১৪

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
রাজধানীর পল্লবীতে আলব্দির টেক এলাকায় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান এ কে বিল্ডার্সের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে হামলা ও গুলির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তাররা হলেন- মো. আব্বাস (২৯), মো. ইয়ামিন (২৭), মো. সোহেল (২৩), মো. মাজহারুল (৩০) ও মো. চাঁদ মিয়া (২২)।

রবিবার (১৩ জুলাই) রাতে পল্লবীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সাইদুর রহমান শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ১১ জুলাই রাতে অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত এ কে বিল্ডার্স কার্যালয়ে হামলা চালায়। চাঁদার টাকা না পেয়ে তারা অফিসে এলোপাতাড়ি গুলি করে। গুলিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরে এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. সোহেরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকের মামলা রয়েছে তিনটি, মো. আব্বাসের বিরুদ্ধে চারটি এবং মো. চাঁদ মিয়ার বিরুদ্ধে তিনটি।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, জামিল নামে এক ব্যক্তির প্ররোচনায় গ্রেপ্তার ব্যক্তিরা এ হামলা চালায়। সেই জামিলের বিষয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিপলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই