weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চার বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন আফগান নারীরা

প্রকাশ : ২৮-১০-২০২৫ ১১:২৫

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে নারীদের খেলা পুরোপুরি নিষিদ্ধ ছিল। সেই সময় অনেক নারী ক্রীড়াবিদ দেশটি ছেড়ে অন্য দেশে পারি জমান। তখন আফগানিস্তানের নারী ফুটবল দল ফেডারেশনের চুক্তিভুক্ত ছিলেন। অবশেষে প্রায় চার বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে এসেছেন আফগান নারী ফুটবলাররা।

‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে একটি শরণার্থী দল হিসেবে তারা অংশ নিয়েছে মরক্কোয় ফিফা আয়োজিত চারদলীয় ফিফা ইউনাইটস: উইমেন’স সিরিজ টুর্নামেন্টে। স্কটিশ কোচ পলিন হ্যামিলকে আফগানিস্তানের নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করে।

মরক্কোতে অনুষ্ঠিত ফিফা আয়োজিত নারী ফুটবল টুর্নামেন্টে আফগান নারী শরণার্থী দল রবিবার (২৬ অক্টোবর) চাদের কাছে ৬-১ ব্যবধানে পরাজিত হয়েছে। তবে খেলোয়াড়দের জন্য জয়-পরাজয় ছাপিয়ে বড় হয়ে উঠেছিল মাঠে ফিরতে পারার আনন্দ।

২০২১ সালে কাতারের বিপক্ষে ৫-০ ব্যবধানে হারের পর এটাই ছিল আফগান নারী দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। দলের অধিনায়ক ফাতিমা হায়দারি ম্যাচের আগে বলেন, ‘এটাই আমরা এত বছর ধরে চেয়েছি— আমাদের প্রাপ্য অধিকার, খেলতে পারার অধিকার, নিজের দেশকে প্রতিনিধিত্ব করার অধিকার। আমরা ফিফার কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এই সুযোগটি দিয়েছে।’

রবিবারের খেলায় মেলবোর্নভিত্তিক স্ট্রাইকার মানোজ নূরি পেনাল্টি থেকে গোল করে আফগান উইমেন ইউনাইটেডকে এগিয়ে দেন, যা মাঠ ও বেঞ্চে উচ্ছ্বাস সৃষ্টি করে। তবে চাদ দ্রুত ম্যাচে ফিরে আসে এবং শেষ পর্যন্ত বড় ব্যবধানে জেতে।

আফগান উইমেন ইউনাইটেডের পরবর্তী ম্যাচ বুধবার (২৯ অক্টোবর) তিউনিসিয়ার বিপক্ষে এবং আগামী শনিবার (১ নভেম্বর) তাদের শেষ ম্যাচ লিবিয়ার বিপক্ষে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই