weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ছানা ফেলে বিড়াল নিখোঁজ, মাইকিংয়ের পর ফেরত

প্রকাশ : ২০-০৪-২০২৫ ১৪:৪৭

ছবি : সংগৃহীত

বরগুনা প্রতিনিধি
বরগুনায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান জাতের বিড়ালকে খুঁজে পেতে শহরজুড়ে মাইকিং করেছেন মো. সানাউল্লাহ নামের এক যুবক। বিড়ালটির সাতটি দুধের ছানা রয়েছে। ছানাগুলোর প্রাণ বাঁচাতে শনিবার (১৯ এপ্রিল) রাতে আমতলী পৌর শহরে মাইকিং করেন তিনি। আজ রবিবার (২০ এপ্রিল) সকালে বিড়ালটির সন্ধান পাওয়া যায়।

শনিবার বেলা দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এম স্কুলসংলগ্ন মো. শাহরিয়ার বাড়ি থেকে সানাউল্লাহর পোষা সাদা রঙের পার্সিয়ান বিড়ালটি বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ বিড়ালের বিষয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

সানাউল্লাহ বলেন, প্রায় দেড় বছর বিড়ালটি বাসায় পালন করছি। ছানাগুলোর অবস্থা দেখে মনে হয়েছে, মা ছাড়া ওরা টিকতে পারবে না। তাই বাধ্য হয়েই মাইকিং করি।

রবিবার সকালে সানাউল্লাহ বলেন, শনিবার বিড়ালটি আমতলী পৌর শহরের বটতলা এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়েছিল। ওই বাড়ির লোকজন বিড়ালটিকে আটক করে রাখে। রবিবার সকাল আটটায় তারা বিড়ালটি বাসায় নিয়ে আসেন। মাইকিং করার কারণেই বিড়াল ফিরে পেয়েছি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই