weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জর্জিনাকে ভুল আংটি দিয়েছেন রোনালদো!

প্রকাশ : ২১-০৮-২০২৫ ১৫:৩২

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
গত সপ্তাহে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ববাসী তা বুঝতে পেরেছে ১১ আগস্ট ইনস্টাগ্রামে জর্জিনার এক পোস্টে। আংটি পরা হাত রোনালদোর হাতের ওপর রেখে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে জর্জিনা লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’

তারপর থেকেই শুরু হয় আলোচনা। রোনালদোর বাগদানের এই আংটির দাম কত, আংটিতে বসানো রত্নটি কোন পাথর এসব বিষয় উঠে আসে। 

ইতোমধ্যে আংটির আনুমানিক দামও বের করে ফেলেন গয়নার বিশেষজ্ঞরা। বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ও লাইফস্টাইল প্রকাশনা ‘এল’-এর অস্ট্রেলিয়া সংস্করণ এক গয়নার বিশেষজ্ঞের কাছে জেনেছে, এই আংটির দাম এক কোটি ডলারের (প্রায় ১২১ কোটি ৫২ লাখ টাকা) বেশি হতে পারে। তবে দামের বিষয়ে ভিন্নমতও আছে।

গয়নার বিশেষজ্ঞরা তখন আংটিটিকে নানাভাবে বিশ্লেষণও করেন। কারো মতে, আংটিতে ওভাল আকৃতি করে কাটা হীরকখণ্ড, অন্তত ২২ ক্যারেটের বেশি। আবার কারো মতে, ২৫ থেকে ৩০ ক্যারেট হতে পারে। তাহলে শুধু হীরকখণ্ডের দামই হবে আনুমানিক ২০ থেকে ৪০ লাখ মার্কিন ডলার।

স্পেনের এমনই এক গয়নাবিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজ রোনালদোর বাগদানের আংটি নিয়ে এবার বিতর্কের সূত্রপাত করলেন। তার দাবি, আল নাসর তারকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে যে আংটি উপহার দিয়েছেন, সেটি আসলে ‘ককটেল রিং’।

সানচেজ দাবি করেছেন, ‘বাগদানের আংটি হওয়ার শর্ত পূরণ করতে পারেনি’ রোনালদোর উপহার দেওয়া আংটিটি। সহজ কথায়, বাগদানের আংটি যেমন হয়, রোনালদোর দেওয়া আংটিটি সেই কাতারে পড়ে না।

ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তকে এ কথা বলেছেন সানচেজ। তিনি ব্যাখ্যা করেন, বাগদানের আংটি যেমন হয়, এটা তার মধ্যে পড়ে না। কারণ, এটা অনেক বড় এবং ভারী। এমন পাথর প্রায় ৪০ ক্যারেটের হয়, যেটা আংটি নয় নেকলেসের সঙ্গে বেশি মানানসই। এটা বেশ অস্বস্তিদায়ক এবং আঙুলের নড়াচড়াকে বাধাগ্রস্ত করে। শুধু সেটিংটাই নিখুঁত, বাকিটা ত্রুটিপূর্ণ।

সানচেজ দাবি করেন, এই আংটি ‘ভালোবাসার অঙ্গীকার হিসেবে প্রতিদিন পরার প্রতীক’ বহন করে না। তিনি আরও ব্যাখ্যা করে বলেন, এই আংটিতে বিশেষ উপলক্ষ কিংবা উদযাপনের জন্য বড় ও উজ্জ্বল পাথর রয়েছে, যেটা প্রতিদিন পরার জন্য নয়। বাগদানের আংটি হলুদ কিংবা সাদা সোনার (হোয়াইট গোল্ড) হওয়া উচিত। একই সঙ্গে এটি আরামদায়ক ও আঙুলের নড়াচড়ায় সহায়ক হওয়া উচিত, কারণ ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে এটা প্রতিদিন পরাটাই প্রত্যাশিত। আংটিটি আসলে ‘ককটেল রিং’, যেটা বিশেষ কোনো উপলক্ষে মনোযোগ আকর্ষণের জন্য বানানো হয়েছে। ভালোবাসার অঙ্গীকার হিসেবে এটি প্রতিদিন পরার আংটি নয়।

ককটেল আংটিতে সাধারণত মূল পাথরটি ডিজাইনে যতটুকু প্রয়োজন তার চেয়ে বড় হয়, যেটার মূল উদ্দেশ্য মনোযোগ আকর্ষণ করা। বিয়ের আংটি থেকে আলাদা করতে এটা ডান হাতে পরা হয়। জর্জিনা আংটিটি বাঁ হাতে পরেছেন। 

বাগদানের আংটি ককটেল আংটি থেকে আলাদা। এটি সাধারণ হলুদ কিংবা সাদা সোনায় বানানো হয়। আকৃতিতে ছোট এবং পরতে আরামদায়ক হয়। কারণ, বাগদানের আংটি সাধারণত বাগ্দত্তা প্রতিদিন পরেন। তার আঙুলের জন্য আরামদায়ক করতেই আংটির আকৃতি ও পাথর সুষম বৈশিষ্ট্যপূর্ণ হয়। প্রাচীন মিসরীয়, গ্রিক ও রোমান সভ্যতা থেকে বাগ্দানের আংটির উৎপত্তি। 

তবে রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ এখনো জানা যায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল