weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জুনাইদ আহমেদ পলকের হারানো সোয়েটার পাওয়া গেল

প্রকাশ : ২২-০৪-২০২৫ ১২:০৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
কারাগার থেকে দুটি সোয়েটার হারিয়ে গেছে বলে দাবি করেছিলেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামী শীত পর্যন্ত কারাগারে থাকতে হলে সোয়েটার জোগাড় করতে হবে বলে জানিয়েছিলেন তিনি। সোয়েটার হারানোর কথা গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবীও।

সোমবার (২১ এপ্রিল) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পলক এসব অভিযোগ তোলেন। পলকের সোয়েটার সোমবার বিকালে খুঁজে পাওয়া গেছে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন সোয়েটার খুঁজে পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, কারাগার থেকে জুনাইদ আহমেদ পলকের সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য জানার পর আমি কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেই। পরে খোঁজ-খবর নিয়ে জানা যায়, পলকের সোয়েটারসহ শীতের কাপড় কারাগারের স্টোররুমে জমা আছে। সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন। তখন পলক শীতের কাপড় তার স্ত্রীকে দেওয়ার জন্য কারাগারের নিরাপত্তারক্ষীর কাছে দিয়েছিলেন। কিন্তু অসাবধানতাবশত কারারক্ষীরা তা ভুলে গিয়েছিলেন।

আবদুল্লাহ আল মামুন আরো বলেন, সেদিন বন্দীদের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ শেষ হলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ওই ব্যাগের মালিকানা না পাওয়ায় আবার সেটি কারাগারের স্টোররুমে রাখা হয়।

এর আগে কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেছিলেন, ‘আলোচনায় থাকার জন্য পলক উদ্ভট সব দাবি করে থাকেন। এই সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য, এমন একটি উদ্ভট দাবি। কারাগার থেকে কোনো বন্দীর জিনিসপত্র হারানোর সুযোগ নেই। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন, তার মক্কেল কারাগারে ডিভিশনের সুযোগ পাচ্ছেন না।

এ ব্যাপারে কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেছিলেন, ‘জুনাইদ আহমেদ পলক আমার কারাগারের চতুর্থ তলায় থাকেন। সাবেক প্রতিমন্ত্রী হিসেবে জেলকোডের বিধান অনুযায়ী তিনি প্রথম শ্রেণির একজন কারাবন্দী। 

প্রথম শ্রেণির কারাবন্দী যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, তিনিও ঠিক একই সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তার আইনজীবীর তথ্যও সঠিক নয়। গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। ছয়টি মামলায় তার মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিমানবন্দর কাস্টমসের ৫৫ কেজি সোনা চুরির ঘটনা অনুসন্ধানের  সিদ্ধান্ত দুদকের বিমানবন্দর কাস্টমসের ৫৫ কেজি সোনা চুরির ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৮ দফা দাবি ক্যাপসে ‘র বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৮ দফা দাবি ক্যাপসে ‘র শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দেশে ফেরাতে দুদকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দেশে ফেরাতে দুদকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি এ.এইচ.এম  খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা