জোড়াতালির শার্ট পরে আলোচনায় রণবীর, দাম কত জানেন কি?
প্রকাশ : ০৯-০৭-২০২৫ ১৬:০৯

ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
তারকাদের পোশাক বরাবরই ভিন্ন ধরনের হয়। একেক তারকা একেক ফ্যাশন স্টেটমেন্ট বহণ করে যা তাদের ভক্তকুলের মাঝে সাড়া ফেলে। বলিউড অভিনেতা রণবীর কাপুর ফ্যাশনদুরস্ত। পোশাকের দিক থেকে তিনি সমসাময়িক অনেকের চেয়ে বেশ এগিয়ে।
এবার ব্যতিক্রমী এক পোশাক পরে আলোচনায় উঠে এলেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে নতুন লুকে ধরা দিয়েছেন রণবীর। মূলত, ভিডিওটি এক মাস আগের। সম্প্রতি পুরোনো সেই ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে রণবীরের পরনে থাকা শার্টের জন্য।
চর্চায় মেতেছেন নেটিজেনরা। রণবীর কাপুরে শার্টটি নিয়ে রসিকতা করছেন নেটিজেনরা।
ভিডিওটি ভাইরাল হতেই এক নেটিজেন লেখেন, ‘এ কেমন ফ্যাশন! গরীবের মতো লাগছে।’ অপর একজন লেখেন, ‘ওনারা এমন পোশাক পরলে, সেটা ফ্যাশন। আর আমরা পরতে গেলে লজ্জা পাই।’ কেউ লিখেছেন, ‘এ কেমন পোশাক! জোড়াতালি নাকি!’ কারো মন্তব্য, ‘এটি ভিখারি শার্ট, স্টাইলিস্ট না।’ কেউ কেউ আবার কড়া ভাষায় রণবীরের ফ্যাশন সেন্স নিয়েও সমালোচনা করেছেন।
রণবীরের জোড়াতালির শার্ট নিয়ে হাসি-তামাশা চললেও শার্টটির দাম জানলে অনেকে চমকে যেতে পারেন। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, শার্টটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড কিথ।
দেশটির লস অ্যাঞ্জেলেসে তৈরি হয়েছে এটি। এ ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েব সাইটে বলা হয়েছে, শার্টটি তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। স্প্লিট সাইড সেলাই, ক্যাঙ্গারু পকেট, ভিনটেজ বোতাম ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় শার্টটির দাম এক লাখ ২৪ হাজার ৩০০ টাকা।
রণবীর কাপুরকে সামনে দেখা যাবে মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এ। নীতেশ তিওয়ারি নির্মিত এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী; সীতা রূপে দেখা যাবে তাকে। রণবীর এ সিনেমার এক পার্টের জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পার্ট মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com