weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জোড়া গোল করে যা বললেন রোনালদো

প্রকাশ : ০৫-০৪-২০২৫ ১২:০২

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোও সামর্থ্যের সবটুকু দেওয়ার চেষ্টা করছেন। আল হিলালের বিপক্ষে দলকে জেতাতে জোড়া গোল করেছেন তিনি। তার জোড়ায় আল নাসর ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে তারা। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট।

বিরতির আগে আল নাসরকে এগিয়ে দেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেছেন রোনালদো। পাস করেছিলেন সাদিও মানে।

বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল তার পর প্রতি আক্রমণ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। ক্লোজ রেঞ্জের হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন সিআরসেভেন। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।

নিজের জোড়া গোল নিয়ে ম্যাচের পর পর্তুগিজ তারকা বলেছেন, এই জয়ে দলীয় নৈপুণ্যই হচ্ছে আসল। আমার গোল করাটাও গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জয়। আমি মূলত এসপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে দলকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করি এবং ব্যক্তিগত রেকর্ডের দিকে মনোযোগ দেই না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই