weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাইফুন বুয়ালোইয়ে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে

প্রকাশ : ৩০-০৯-২০২৫ ১১:২৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
টাইফুন বুয়ালোইয়ের কারণে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এখনো আরো ২১ জন নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির সরকার জানিয়েছে।

চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী টাইফুন হয়ে দাঁড়িয়েছে এটি। বুয়ালোইয়ের প্রভাবে দেশটির উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে, এতে সেখানে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে; জানিয়েছে রয়টার্স।

বুয়ালোই সোমবার ভিয়েতনামের উত্তরমধ্যাঞ্চলের উপকূল দিয়ে স্থলে উঠে আসে। সঙ্গে নিয়ে আসে ব্যাপক জলোচ্ছ্বাস, তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি। গত সপ্তাহে ফিলিপাইনে টাইফুনটির তাণ্ডবে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

সরকার জানিয়েছে, ঝড়ে আরো ৮৮ জন আহত হয়েছেন, এক লাখেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ হাজার হেক্টরের বেশি জমির ধান ও অন্য ফসল ডুবে গেছে। এসবের অধিকাংশই ঘটেছে এনহে আন ও হা তিং প্রদেশে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভিয়েতনামের বিভিন্ন অংশে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

রাজধানী হ্যানয়সহ বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে ও বজ্রপাত হতে পারে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, পরবর্তী ছয় ঘণ্টার ধরে বিভিন্ন এলাকায় ভূমিধস ও হড়কা বান হাতে পারে।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তরমধ্যাঞ্চলীয় ভিয়েতনামের বেশ কয়েকটি গ্রাম পানিতে ডুবে আছে। সেখানে বিদ্যুৎ নেই এবং কোনো গাড়িও যেতে পারছে না।

দক্ষিণ চীন সাগর বরাবর ভিয়েতনামের একটি দীর্ঘ উপকূলরেখা থাকায় দেশটি প্রায়ই প্রাণঘাতী টাইফুনের কবলে পড়ে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই