weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

প্রকাশ : ০৩-০৬-২০২৫ ১৩:০৪

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টা দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের করা‌তি বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাতুল (১৪), আরেক ভাই অতুল এবং তাদের বাবা আমজাদ (৪০)। তারা মাইক্রোবাসে করে ঢাকা থেকে শেরপুর যা‌চ্ছিলেন। এ ঘটনায় আহত তিন জন টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তিনজন নিহত হন এবং আহত হন আরো তিনজন। ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা বরখাস্ত কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা বরখাস্ত যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ এবার মামলা চালাতে চান কুমিল্লার সেই নারী এবার মামলা চালাতে চান কুমিল্লার সেই নারী ইউএসএআইডির সহায়তা বন্ধ: এক কোটি ৪০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা ইউএসএআইডির সহায়তা বন্ধ: এক কোটি ৪০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা আগস্টে ঢাকায় আসবে না ভারতীয় ক্রিকেট দল আগস্টে ঢাকায় আসবে না ভারতীয় ক্রিকেট দল