weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে সাগরপথে অনুপ্রবেশকালে ৩৬ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশ : ০৫-০১-২০২৫ ২০:৩৩

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় উদ্ধার হয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। একটি ট্রলারে করে সাগর পাড়ি দিয়ে টেকনাফে আসেন এ রোহিঙ্গারা। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের সাগরের মুন্ডার ডেইল পয়েন্ট দিয়ে তারা প্রবেশ করে বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৬ জন পুরুষ, পাঁচ জন নারী ও ১০ জন শিশু রয়েছে বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর বলেন, মুন্ডার ডেইল পয়েন্টে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার সাগরে ভাসতে দেখেন বিজিবির সদস্যরা। এক পর্যায়ে ট্রলারটি ভাসতে ভাসতে তীরে ভিড়ে। পরে ট্রলারে থাকা ৩৬ জন রোহিঙ্গাকে কূলে নামিয়ে আনা হয়।

বিজিবির এ কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াবের পূর্বে নাশং এলাকার বাসিন্দা তারা। সাগর পথে তারা ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে করে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালান। পাঁচ দিন ধরে তারা সাগরে ট্রলারের মধ্যেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছেন।

উদ্ধার হওয়া রোহিঙ্গা মোহাম্মদ আলম বলেন, রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে সরকারি বাহিনীর পাশাপাশি আরাকান আর্মিও যুদ্ধে অংশ নিতে রোহিঙ্গাদের জোর করে ধরে নিয়ে যাচ্ছে।

তার ভাষ্য, এতে কেউ অস্বীকৃতি জানালে তাদের ওপর নেমে আসে নির্মম নির্যাতন-নিপীড়ন। প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে চেষ্টা চালাচ্ছেন।

রোহিঙ্গা জাহের আলম বলেন, আমাদের এলাকায় পাঁচটি মুসলিম গ্রাম আছে। সেখান থেকে জোর করে ধরে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের দিয়ে জান্তার বিপক্ষে দাঁড় করাচ্ছে। ‘মগ বাগির’ দলে যোগ না দিলে রোহিঙ্গাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। মূলত রোহিঙ্গাদের ব্যবহার করছে আরাকান আর্মি। যুদ্ধ করার চেয়ে বাংলাদেশে মরলে ভালো হবে। তাই বাংলাদেশে চলে আসি।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের পুনরায় স্বদেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর জানান।

টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, মেরিন ড্রাইভের মুন্ডার ডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেন। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছেন। এ ছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরো একটি রোহিঙ্গা বোঝাই বোট সাগরে ভাসছে বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গাদের বিষয়ে বিজিবি ব্যবস্থা নিচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ