ট্রাকের ধাক্কায় রাবির অধ্যাপক নিহত
প্রকাশ : ১০-১০-২০২৫ ১৭:২০
ছবি : সংগৃহীত
রাজশাহী ব্যুরো
রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো এক শিক্ষক আহত হয়েছেন। পবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিৎ করেন।
নিহত শিব শংকর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। আর আহত দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা বলছেন, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হয়েছিলেন তারা। পথে তাদের মোটরসাইকেলকে একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অধ্যাপক শিব শংকরকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ও মেডিক্যাল অফিসার শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালের আনার আগেই অধ্যাপক শিব শংকর রায় মারা যান। আর অধ্যাপক আসাদুজ্জামানকে প্রথমে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি বলেন, সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। এদিকে অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুর খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান লেখেন, সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেলেন অধ্যাপক শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি। অপরজন অধ্যাপক আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত, বর্তমানে রামেকে চিকিৎসাধীন।
ওসি মনিরুল ইসলাম বলেন, তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com