weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাক, সাংবাদিকের মৃত্যু

প্রকাশ : ০৯-০৯-২০২৫ ১৬:৩৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকে তার মৃত্যুতে শোক জানাচ্ছেন অনেকে। একজন গণমাধ্যমকর্মী লেখেন, নিউজ করার সময় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। 

নিহত শিবলী কুমিল্লার বুড়িচং থানার এতবারপুর গ্রামের বাসিন্দা এ কে এম শাহিদুল্লাহর সন্তান। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই কন্যার জনক ছিলেন তিনি।

নিহতের সহকর্মী সোহেল রানা বলেন, নির্বাচনে কার্জন হলের ভেতরে লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের ধারণা, স্ট্রোক করে তিনি মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাক, সাংবাদিকের মৃত্যু ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাক, সাংবাদিকের মৃত্যু সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮ গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮