ডিএমপির অভিযানে ৯৩ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
প্রকাশ : ২৩-১২-২০২৪ ২০:৪০

ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নির্দেশনায় ছিনতাই প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।
এতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ডিএমপির রমনা বিভাগ আট জন, মতিঝিল বিভাগ ১৪ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ১০ জন, তেজগাঁও বিভাগ ১৯ জন, মিরপুর বিভাগ চারজন, উত্তরা বিভাগ আটজন ও গুলশান বিভাগ চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন (২৫), মো. ফয়সাল হোসেন (২০), মো. রবিন হোসেন (২৫) ও মো. ইমন হোসেনকে (২০) গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার একটি দল।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগারগাঁওয়ের ফুল মার্কেট সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনটি চাকুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- জুয়েল (২২), মনির (৩৫), ইমান (২২) ও আশিক (২৫)।
আদাবর থানা সূত্রে জানা যায়, রবিবার (২২ ডিসেম্বর) রাতে থানার মোবাইল টিম তিনটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মোট পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com