weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৬৫% , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ

প্রকাশ : ১৭-০৪-২০২৫ ১২:৩৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন। নতুন এ দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন নিজেই ও সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে এ দলের নাম ঘোষণা করেন তিনি। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠের শুরুতে রফিকুল আমীন বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আ-আম জনতা পার্টি।

তিনি বলেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি-অফিস ও আদালতে ডিজিটালাইজেশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করাসহ বেশকিছু সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বাংলাদেশ আ-আম জনতা পার্টি।

দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম স্বাগত বক্তব্যে বলেন, রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচার সরকার গঠন হবে। আমরা আওয়ামী স্বৈরাচার দলকে দেশ থেকে বিতাড়িত করেছি। সামনেও আমরা কাউকে স্বৈরাচার হতে দেব না। অনুষ্ঠানে ২৯৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পেশার নাগরিকরা।

প্রসঙ্গত, নতুন এ দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ডেসটিনি গ্রুপের পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারামুক্ত হন।

অপরদিকে, দলটির সদস্য সচিবের দায়িত্ব পাওয়া ফাতিমা তাসনিম গত ১৩ এপ্রিল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তা ১৫ এপ্রিল নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দেন। সে সময় তিনি জানিয়েছিলেন গণঅধিকার পরিষদ ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪০ গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪০ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩৮ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩৮ কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঢাকার শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে চেইন ও ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১ ঢাকার শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে চেইন ও ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১ চেকপোস্ট ব্যারাকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ চেকপোস্ট ব্যারাকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ